ভোটে হারলেও ‘প্রথম স্থান’-এ রায়গঞ্জের কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত

অলি-গলি চষে ফেলেছিলেন। প্রচারে তুমুল সাড়া ফেলেছিলেন। তবে লড়াই করেও জিততে পারেননি বামফ্রন্ট সমর্থিত রায়গঞ্জের কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত (Mohit Sengupta)। কিন্তু তা সত্ত্বেও তিনি…

অলি-গলি চষে ফেলেছিলেন। প্রচারে তুমুল সাড়া ফেলেছিলেন। তবে লড়াই করেও জিততে পারেননি বামফ্রন্ট সমর্থিত রায়গঞ্জের কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত (Mohit Sengupta)। কিন্তু তা সত্ত্বেও তিনি প্রথম স্থানে রয়েছেন! আসলে এবারের উপনির্বাচনে জোট প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন রায়গঞ্জের দু’বারের বিধায়ক মোহিত (Mohit Sengupta)।

লোকসভা ভোটের পর রাজ্যের ৪ বিধানসভা উপনির্বাচনেও বাংলায় ভরাডুবি হয়েছে বাম-কংগ্রেস ‘জোট’-এর প্রার্থীদের। চার কেন্দ্রের মধ্যে তিন কেন্দ্রে ১৫ হাজারের গন্ডি টপকাননি জোট প্রার্থীরা। একমাত্র রায়গঞ্জ আসনেই কিছুটা মুখরক্ষা করেছেন বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত। ২৩ হাজারেরও বেশি ভোট পেয়েছেন তিনি।

   

কোন কেন্দ্রে কত ভোট পেয়েছেন বাম-কংগ্রেস জোট প্রার্থীরা

রানাঘাট দক্ষিণ কেন্দ্রে কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী অরিন্দম বিশ্বাস পেয়েছেন ১৩,০৮২টি ভোট

বাগদা কেন্দ্রে ফরওয়ার্ড ব্লক প্রার্থী গৌর বিশ্বাস পেয়েছেন ৮,১৮৯টি ভোট

বাগদা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী অশোককুমার হালদার পেয়েছেন ১,২৯৭টি ভোট

রায়গঞ্জ কেন্দ্রে বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত পেয়েছেন ২৩,১১৬টি ভোট

মানিকতলা কেন্দ্রে কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী রাজীব মজুমদার পেয়েছেন ৯৫০২টি ভোট

উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরকে কার্যত হাতের তালুর মতো চেনেন মোহিত। ২০১১ এবং ২০১৬ সালে এই কেন্দ্র থেকে জিতে বিধায়ক হন তিনি। যদিও ২০২১-এর বিধানসভা ভোটে জিতে যান বিজেপি কৃষ্ণ কল্যাণী। কৃষ্ণ কল্যাণী তৃণমূলে যোগ দেওয়ার কারণে বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। তাই এই কেন্দ্রে উপনির্বাচন হয়েছে।

যেমন কথা তেমন কাজ! কল্যাণের বাড়িতে ৬৩টি রসগোল্লা পাঠালেন কুণাল

প্রবাদপ্রতীম কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাসমুন্সির খাসতালুক রায়গঞ্জ একটা সময় কংগ্রেসে ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। ২০১১ সালে মোহিত সেনগুপ্ত তৃণমূল এবং কংগ্রেস জোটের প্রার্থী হিসেবে বিধায়ক নির্বাচিত হন। ২০১৬ সালে রাজ্যজুড়ে সবুজ ঝড়ের মধ্যেও তৃণমূলকে পিছনে ঠেলে রায়গঞ্জ থেকে বিধায়ক নির্বাচিত হন মোহিত সেনগুপ্ত।

২০২১ সালে এই কেন্দ্রে মূল লড়াই হয়েছিল তৃণমূল এবং বিজেপির মধ্যে। বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যাণী তৃণমূলের কানাইয়ালাল আগরওয়ালকে পরাজিত করে বিধায়ক নির্বাচিত হন। তৃণমূল-বিজেপি টক্করে এক ধাক্কায় তৃতীয় স্থানে নেমে আসেন বাম-কংগ্রেস জোটের প্রার্থী মোহিত সেনগুপ্ত। এবার অবশ্য রায়গঞ্জ পুনরুদ্ধারে মোহিতের ওপর ভরসা রাখে কংগ্রেস।

বিশাল জয়ের পরই নবনির্বাচিত চার প্রার্থীকে কী পরামর্শ নেত্রী মমতার?

আজ, উপনির্বাচনের ফলাফল বেরোতেই দেখা যায়, জিততে না পারলেও মোহিত সেনগুপ্ত জোট প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছেন। শুধু তাই নয়, রায়গঞ্জ আসনে দ্বিতীয় স্থানে থাকা বিজেপি প্রার্থী মানসকুমার ঘোষের সঙ্গে তাঁর ব্যবধান মাত্র ১৩ হাজারের।