MLA Krishnakalyani: ভিতরে ইডির তল্লাশি, বাইরে ঘন ঘন চিৎকার দাদা দাদা…

বাইরে তৃণমূল সমর্থকদের ঘন ঘন চিৎকার দাদা দাদা…। দিনভর এমন চিতকার চলেছে। বিধায়ক কৃষ্ণকল্যাণী (MLA Krishnakalyani)এক ঝলক বারান্দায় এক সময় বারান্দা থেকে সমর্থকদের দিকে হাত নাড়েন।

বাইরে তৃণমূল সমর্থকদের ঘন ঘন চিৎকার দাদা দাদা...। দিনভর এমন চিতকার চলেছে। বিধায়ক কৃষ্ণকল্যাণী (MLA Krishnakalyani)এক ঝলক বারান্দায় এক সময় বারান্দা থেকে সমর্থকদের দিকে হাত নাড়েন।

বাইরে তৃণমূল সমর্থকদের ঘন ঘন চিৎকার দাদা দাদা…। দিনভর এমন চিতকার চলেছে। বিধায়ক কৃষ্ণকল্যাণী (MLA Krishnakalyani)এক ঝলক বারান্দায় এক সময় বারান্দা থেকে সমর্থকদের দিকে হাত নাড়েন। তার পর ফের ঘরে ঢুকে যান। তার ঘরভর্তি ইডি গোয়েন্দা। বিপুল অংকের লেনদেনের বিষয়ে বিস্তারিত জানতে সকাল থেকে রায়গঞ্জের তৃণমূল কংগ্রেস বিধায়ক কৃষ্ণকল্যাণীর বাড়ি সহ একাধিক অফিসে চলছে তল্লাশি।

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর, দার্জিলিং জেলার শিলিগুড়ি ও কলকাতায় একযোগে ইডি অফিসারদের তল্লাশি চলছে। রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণকল্যাণী প্রতিষ্ঠিত ব্যবসায়ী তাঁকে অপদস্থ করা হচ্ছে বলে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের নেতাদের একাংশ বলছেন।

MLA Krishnakalyani: ভিতরে ইডির তল্লাশি, বাইরে ঘন ঘন চিৎকার দাদা দাদা...

একদিকে জেলা তৃণমূলের সভাপতি কানহাইয়ালাল আগরওয়াল ও ইসলামপুরের বিধায়ক আবদুল করিম চৌধুরীর গোষ্ঠিদ্বন্দ্ব তীব্রতর। খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই বয়কট করে দলত্যাগের হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল বিধায়ক করিম চৌধুরী। অন্যদিকে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণকল্যাণীর ঘর ও অফিসগুলিতে চলছে ইডি অভিযান। দুটি ঘটনার জেরে জেরবার তৃ়ণমূল কংগ্রেস।

MLA Krishnakalyani: ভিতরে ইডির তল্লাশি, বাইরে ঘন ঘন চিৎকার দাদা দাদা...

Advertisements

রায়গঞ্জ থেকে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন কৃষ্ণকল্যাণী। পরে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন। শাসক শিবিরে আসার পরেই বিধানসভায় অত্যন্ত গুরুত্বপূর্ণ পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান (PAC) হন তিনি। সরকারের আয় ব্যায় নজরে রাখে এই কমিটি।

কৃষ্ণকল্যাণীর একাধিক সংস্থা রয়েছে। এর মধ্যে কল্যাণী সলভেক্স সংস্থার লেনদেন নিয়ে আগেই সন্দেহ প্রকাশ করেছে ইডি। রায়গঞ্জে কৃষ্ণকল্যাণীর শপিং মল নির্মাণকারী সংস্থার দফতরেও আয়কর তল্লাশি চলছে।কৃষ্ণকল্যানীর হিসাবরক্ষকের বাড়িতেও চলছে তল্লাশি। বিধায়কের ব্যবসায়িক পার্টনারদের বাড়িতেও চলছে অভিযান।