Chopra Attack: নিহত দু’জন দাবি করেও বডি পাচ্ছে না সিপিআইএম! ঢোঁক গিলছেন বিমান

পঞ্চায়েত মনোনয়ন জমা পর্বে উত্তর দিনাজপুরের চোপড়ায় বাম-কংগ্রেস মিছিলে পরপর গুলি (Chopra Attack) চালানোর ঘটনায় অভিযুক্ত তৃণমূল কংগ্রেস। সেই ঘটনায় রক্তাক্ত দেহ কাঁধে নিয়ে হাসপাতালে…

পঞ্চায়েত মনোনয়ন জমা পর্বে উত্তর দিনাজপুরের চোপড়ায় বাম-কংগ্রেস মিছিলে পরপর গুলি (Chopra Attack) চালানোর ঘটনায় অভিযুক্ত তৃণমূল কংগ্রেস। সেই ঘটনায় রক্তাক্ত দেহ কাঁধে নিয়ে হাসপাতালে যাওয়ার ছবি দেখে বৃহস্পতিবার শিহরিত হয়েছিল রাজ্য। সিপিআইএম (cpim) দাবি করেছিল নিহত দু জন। পরে নির্বাচন কমিশন ঘেরাও করা হয়। বামফ্রন্ট চেয়ারম্যান (Biman Bose) বিমান বসু জানিয়েছিলেন দুজন সিপিআইএম কর্মী চোপড়াতে খুন হয়েছে।

চোপড়ার গুলিকাণ্ড মোড় নেয় স্থানীয় তৃণমূল কংগ্রেস বিধায়ক হামিদুল রহমানের যখন দাবি করেন ‘পুরোটাই নাটক’। রাজপথে রক্তাক্ত দেহ নিয়ে যাওয়ার দৃশ্যকে টিএমসি বিধায়ক নাটক দাবি করায় বিতর্ক তুঙ্গে ওঠে। সিপিআইএমের তরফে বারবার দুজনের মৃত্যুর দাবি করা হয়।

বিমান বসু ও সিপিআইএমের দাবির পর দুই বাম সমর্থকের দেহ কোথায় তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিতর্ক উস্কে ওঠে যখন উত্তর দিনাজপুর জেলা পুলিশ দাবি করে চোপড়ায় গুলি চালানোর ঘটনায় কেউ মারা যায়নি। কার দাবি ঠিক? তৃ়নমূল কংগ্রেসের দলদাস বলে অভিযুক্ত পুলিশের তথ্য নাকি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর দাবি তা নিয়ে বিতর্ক আরও বাড়ে।

এই পরিস্থিতিতে আরও বিতর্ক উস্কে যায় সিপিআইএম দার্জিলিং জেলার নেতা জীবেশ সরকারের একটি ফেসবুক পোস্টে। তিনি বৃহস্পতিবারই লিখেছেন, “তৃণমূলী হামলায় ও গুলি চালনায় চোপড়ার দাসপাড়ার কমরেড নইমুদ্দিনকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে দেখে এলাম ও চিকিৎসকদের সাথে আলোচনা করলাম।নইমুদ্দিন কিছুটা বিপদমুক্ত। পোলারিস নারসিংহোমে ভর্তি কমরেড মনসুর আলির অবস্থা খুবই সংকটজনক।চিকিৎসকদের সাথে কথা বলেছি। কমরেড মনসুরের মৃত‍্যু সংবাদ সত‍্য নয়।।তবে ও মৃত‍্যুর সঙ্গে লড়ছে নারসিংহোমে চিকিৎসাধীন অবস্থায়”।

জীবেশ সরকারের দাবির পর থেকে বামফ্রন্ট ঢোঁক গিলছে! নীরব বিমান বসু। রাজনৈতিক মহলে কটাক্ষ, দুটো ডেডবডি খুঁজে পাচ্ছেনা সিপিআইএম।