বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেফতার এবং হিন্দু নির্যাতনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে আলিপুরদুয়ারে (Alipurduar) পথে নামল সনাতন জাগরণ সমিতি। মঙ্গলবার দুপুর চারটের সময় বিএমসি ক্লাব মাঠ থেকে এই প্রতিবাদ মিছিল শুরু হয়। মিছিলটি আলিপুরদুয়ারের বিভিন্ন রাজপথ প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যার সামনে গিয়ে শেষ হয়।
মিছিলের শেষে সমিতির পক্ষ থেকে জেলাশাসক আর বিমলা-র কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। এতে তাঁরা বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন এবং চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেফতারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
এই বিক্ষোভে প্রায় শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন সনাতন জাগরণ সমিতির স্থানীয় নেতৃত্ব এবং বিভিন্ন হিন্দু সংগঠনের কর্মীরা। তাঁদের দাবি, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার দিনের পর দিন বাড়ছে, এবং এই নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করা প্রয়োজন।
সমিতির সদস্যরা জানান, “হিন্দুদের উপর এই অত্যাচার শুধু মানবাধিকারের লঙ্ঘন নয়, এটি একটি সভ্য সমাজের জন্য চরম লজ্জার। আমরা এই বিষয়টি জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার কাছে তুলে ধরতে চাই।”
তাঁরা আরও জানান, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী একজন ধর্মীয় নেতা এবং শান্তির বার্তাবাহক। তাঁর গ্রেফতার এবং অত্যাচার আদৌ মেনে নেওয়া যায় না। বাংলাদেশ সরকারকে অবিলম্বে এই অন্যায় থেকে সরে এসে হিন্দু সম্প্রদায়ের সুরক্ষা নিশ্চিত করতে হবে।
বিক্ষোভকারীরা স্লোগান দেন, “হিন্দু নির্যাতন বন্ধ করো”, “চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে মুক্তি দাও”, এবং “ধর্মীয় স্বাধীনতা রক্ষা করো।” মিছিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও প্রতিবাদের বার্তা ছিল অত্যন্ত স্পষ্ট।