বোমা মজুতের অভিযোগে তৃণমূল কর্মীদের আটক করতেই থানায় বিক্ষোভ

সম্প্রতি রামপুরহাটের (Rampurhat) বগটুই গ্রামে বোমার আঘাতে মৃত্যু হয়েছিল তৃণমূলের উপ-প্রধানের। আর তারপরই মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) নির্দেশে গোটা রাজ্য জুড়ে তল্লাশি অভিযান চালায় প্রশাসন। উদ্ধার করা হয়েছে একেক জায়গা থেকে বিপুল পরিমানের বোমা। কিন্তু তারপরেও মালদার (Malda) মানিকচক এলাকা থেকে বোমা-গুলি, আগ্নেয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আর এই বোমা, গুলি মজুদ রাখার অভিযোগে আট তৃণমূল কর্মীকে আটক করেছে পুলিশ।

সোমবার এই ঘটনাটি ঘটেছে। আর এই ঘটনার পরই থানায় ঢুকে বিক্ষোভ দেখায় অন্যান্য তৃণমূল কর্মীরা। স্লোগান দিতে থাকে তারা। তাদের দাবি যাদেরকে পুলিশ আটক করেছে তারা প্রত্যেকেই নির্দোষ। তাদের ছেড়ে দিতে হবে। অন্যদিকে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের পক্ষে জানানো হয়েছিল, কোন দলের তা দেখা হবে না। যারা দোষ করবে তারা শাস্তি পাবে।

   

তৃণমূলের এক নেতা জানান, গোপালপুরে জমি বিবাদ নিয়ে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল। সেই কারণে পুলিশ তল্লাশি অভিযান চালায়। তখনই ৮ জন কর্মীকে আটক করে পুলিশ। পুলিশ অভিযোগ করেছে ওই কর্মীদের কাছ থেকে আগ্নেয় অস্ত্র, বোমা উদ্ধার করা হয়েছে। কিন্তু আসল যারা দোষী তাদের গ্রেফতার করে না পুলিশ। তৃণমূল কর্মীদের ধরেছে। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, মালদার মানিকচকের তৃণমূলের দুই নেতাদের মধ্যে জমি নিয়ে বিরোধের সূত্রপাত ঘটে।

একইসঙ্গে জানা গিয়েছে, এলাকা দখলের লড়াইয়ে তারা মজুদ করেছিল অস্ত্র ও বোমা। কিন্তু তার ভিত্তিতে পুলিশ আটক করেছে ৮ জন তৃণমূল কর্মীকে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন