“রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হবে!” হুঁশিয়ারি শুভেন্দুর

শিলিগুড়ি: বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। সময়মত ২০২৬-এর নির্বাচন সম্পন্ন না হলে “রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হবে”, বলে কড়া হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা তথা বিজেপির রাজ্য সভাপতি শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

Advertisements

বৃহস্পতিবার জলপাইগুড়ির নাগরাকাটার জনসভায় শাসকদলকে ইঙ্গিত করে শুভেন্দু বলেন, রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন না হলে নির্বাচন অনুষ্ঠিত হবে না! আসন্ন বিধানসভা নির্বাচনে বাংলায় তৃণমূলের হাস নিশ্চিত বলে দাবী শুভেন্দুর (Suvendu Adhikari)। এই নির্বাচনে SIR “সেমিফাইনাল”-এর কাজ করবে বলে মন্তব্য করেন তিনি।

পাশাপাশি, ২০২৪-এর লোকসভা ভোটে তৃণমূল এবং বিজেপির ভোট-পার্থক্য মাত্র ৪২ লক্ষ উল্লেখ করে তিনি বলেন, “ভোটার তালিকায় অবৈধভাবে তালিকাভুক্ত প্রায় ২.৪ কোটি নাম মুছে ফেলা হবে।” ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের মাধ্যমে বাংলাদেশী অনুপ্রবেশকারীদের তালিকা থেকে বাদ দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ এবং ভুয়ো ভোটারমুক্ত নির্বাচন অনুষ্ঠিত হবে বলে এদিন ফের ঘোষণা করেন বিরোধী দলনেতা।

উল্লেখ্য, বিহারে এসআইআর ঘোষণার সময় থেকেই রাজ্যে এসআইআর হতে দেবেন না বলে সুর চড়িয়ে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সহ শাসক দলের নেতা-মন্ত্রী। বিশেষ নিবিড় সংশোধনের মাধ্যমে তালিকা থেকে ভোটারদের নাম বাদ দিলে ব্যাপক প্রতিবাদ হবে বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছে শাসকদল। তারই প্রেক্ষিতে এদিন শুভেন্দু বলেন, “আমরা স্লোগান তুলব, No SIR, no election”।

Advertisements

শঙ্কর-খগেনের উপর হামলার ঘটনায় NIA তদন্ত চায় বিজেপি

এদিন জলপাইগুড়ির নাগরাকাটায় খগেন-শঙ্করদের উপর হামলার প্রতিবাদ জানান শুভেন্দু (Suvendu Adhikari)। পাশাপাশি, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের ত্রাণ দেওয়ার আশ্বাস দেন তিনি। মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মূর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের উপর নাগরাকাটায় হামলার ঘটনায় শাসকদলের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন শুভেন্দু।

এদিন তিনি বলেন, খগেনের উপর হামলায় পশ্চিমবঙ্গ জুড়ে প্রতিবাদ করেছে আদিবাসী মোর্চা। এদিনের সমাবেশে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ মনোজ টিগ্গা (আলিপুরদুয়ার) এবং জয়ন্ত রায় (জলপাইগুড়ি) সহ বেশ কয়েকজন বিধায়ক।