HomeWest BengalNorth BengalMinakshi Mukherjee: মীনাক্ষীর নেতৃত্বে উত্তরকন্যায় ঢুকতে মরিয়া বাম যুব সংগঠন, পুলিশও প্রস্তুত

Minakshi Mukherjee: মীনাক্ষীর নেতৃত্বে উত্তরকন্যায় ঢুকতে মরিয়া বাম যুব সংগঠন, পুলিশও প্রস্তুত

- Advertisement -

উত্তরবঙ্গের প্রশাসনিক কার্যালয় উত্তরকন্যা অভিযান করতে সিপিআইএমের যুব নেত্রী (Minakshi Mukherjee) মীনাক্ষী মুখার্জি যেমন তৈরি। তেমনই মিছিল রুখতে প্রস্তুত পুলিশ। ফলে বাম যুব মিছিল ঘিরে বৃহস্পতিবার (Siliguri) শিলিগুড়িতে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। বাম যুবনেত্রীকে উত্তরকন্যা ভবনে ঢোকার আগেই আটকানো হবে বলে জানা যাচ্ছে।

ইতিমধ্যেই উত্তরকন্যা অভিযান ঘিরে উত্তরবঙ্গের সবকটি জেলায় চলেছে প্রচার। এমনই জানিয়েছে সিপিআইএমের যুব সংগঠন DYFI শূন্যপদে স্থায়ী নিয়োগ করা ও স্থায়ী নতুন পদ তৈরি করা মূলত এই দুটি দাবি নিয়ে প্রশাসনিক ভবন উত্তরকন্যা অভিযান হবে বলে জানান মীনাক্ষী মু়খার্জি। তিনি বলেছেন, মিছিল হবে শান্তিপূর্ণ।

   

উত্তরকন্যা অভিযানে অংশ নিতে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার থেকে বাম সংগঠনগুলির সমর্থকরা শিলিগুড়িতে জড়ো হতে শুরু করেছেন।

উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে কটাক্ষ করে বাম যুবনেত্রী মীনাক্ষী মু়খার্জি বলেছেন, খালি ফেসবুক টু়ইটারে থাকলেই হবে! তবে মীনাক্ষীকে কটাক্ষ করতে ছাডেননি উদয়ন গুহ। তিনি বলেন, ও কি আমার সাথে সেলফি তুলতে চায়! এই বিতর্কের মাঝে ১৩ই এপ্রিল উত্তরকন্যা অভিযান নিয়ে তেতে আছে শিলিগুড়ি।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular