কর্পোরেট অফিস খুলে দেহ ব্যবসা শিলিগুড়িতে, ছদ্মবেশ নিয়ে পুলিশের অভিযান

চাকরি দেওয়ার নামে দেহ ব্যবসার জাল ছড়িয়ে আছে শিলিগুড়িতে। এই অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। দেহ ব্যবসায় জড়িত থাকার অভিযোগে চারজনকে শিলিগুড়ির (Siliguri) প্রধাননগর এলাকা থেকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের তিনজন পুরুষ এবং একজন মহিলা।

জানা গেছে প্রথমে সোশ্যাল মিডিয়াতে বিজ্ঞাপন দেওয়া হত,তারপরে চাকরির জালে জড়িয়ে মেয়েদের জোর করে নামিয়ে দেওয়া হত দেহ ব্যাবসাতে।

   

ঝাঁ চকচকে অফিস খুলে চলছিল দেহ ব্যবসা। মহিলারা মোটা মাইনের আশায় ঢুকে যেত এই সংস্থায়। বেশ কয়েক লক্ষ টাকা রোজগার করেছে সংস্থাটি।

এক যুবতীর কাছ থেকে দেহ ব্যবসার বিষয়ে জানতে পারে প্রধাননগর থানার পুলিশ। পরে গোয়েন্দা বিভাগ থেকে ছদ্মবেশে দুজনকে পাঠানো হয় ওই অফিসটিতে। যখন সবকিছু ঠিক হয়ে যাবার পরে তাদের দেহ ব্যবসাতে নামানো হচ্ছিল তখন ঘিরে ফেলে গোয়েন্দা এবং প্রধাননগর পুলিশের দল। ধৃতদের কাছ থেকে বেশ কয়েকটি দামী মোবাইল উদ্বার করেছে পুলিশ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন