Partition of Bengal: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ বললেন, একমাসের মধ্যেই বদলে যাবে উত্তরবঙ্গ

একরাতে অবস্থান বদল কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের (Nisith Pramanik)। বঙ্গভঙ্গ (Partition of Bengal) প্রশ্ন শুনে রবিবার তিনি শিলিগুড়িতে মুচকি হেসেছিলেন। কিছু বলেননি। সোমবার বললেন,…

Nisith-pramanik

একরাতে অবস্থান বদল কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের (Nisith Pramanik)। বঙ্গভঙ্গ (Partition of Bengal) প্রশ্ন শুনে রবিবার তিনি শিলিগুড়িতে মুচকি হেসেছিলেন। কিছু বলেননি। সোমবার বললেন, একমাসের মধ্যেই বদলে যাবে (North Bengal) উত্তরবঙ্গ। তাঁর মন্তব্যের পর উত্তরবঙ্গকে আলাদা করে কেন্দ্রশাসিত অঞ্চলের যে জল্পনা ছড়িয়েছে তাতে আরও বিতর্ক উস্কে উঠল।

  • মমতার আমলেই পশ্চিমবঙ্গ দু টুকরো হবে?
  • বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্য ভাগ চান
  • KLO জঙ্গি নেতা জীবন সিংহ রাজ্য ভাগ চায়
  • গ্রেটার কোচবিহার নেতা অনন্ত মহারাজ রাজ্য ভাগের ‘নিশ্চিত’ বার্তা দিয়েছেন
  • মুখ্যমন্ত্রী মমতা উপহার পাঠিয়েছেন অনন্ত মহারাজকে

পশ্চিমবঙ্গ ভেঙে উত্তরবঙ্গ, অসম, বিহারের অংশ নিয়ে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল গঠন হবে এমন বার্তা সরাসরি না দিলেও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক বলেছেন বদলে উত্তরবঙ্গ।

   

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ডেপুটি তথা স্বরাষ্ট প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক কোচবিহারের বিজেপি সাংসদ। তিনি বলেছেন, একেবারে পাল্টে যাবে উত্তরবঙ্গ। এই সরকার আর কিছুই করতে পারবে না মানুষের জন্য। তাই এবার থেকে সেই চিন্তার ভার নিতে চলেছে বিজেপি। আর তারপরেই উত্তরবঙ্গ এবং পশ্চিমবঙ্গের আমুল পরিবর্তন হতে চলেছে। শুধুমাত্র সময়ের অপেক্ষায় থাকুন।

নিশীথ বলেন, বিজেপি বাংলাতে সুসময় ফিরিয়ে আনবে। যেটা তৃণমূল এত বছরে করে উঠতে পারে নি। ডিএ দিতে পারছে না,চাকরি দিতে পারছে না, শুধুমাত্র ক্লাবগুলিকে খুশি করে চলেছে। কীভাবে উন্নয়ন করতে হবে জানেই না সরকার,তাই বাধ্য হয়েই বিজেপিকে দায়িত্ব নিতে হচ্ছে।

রবিবার শিলিগুড়িতে বিজেপির সাংগঠনিক বৈঠক করেন রাজ্যে বিজেপির পর্যবেক্ষক সুনীল বনশল। বৈঠকে ছিলেন গ্রেটার কোচবিহার নেতা অনন্ত মহারাজ। তিনি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক এক সঙ্গে বৈঠক সেরেছেন। শিলিগুড়িতে বৈঠকের আগে বিধানসভায় বিজেপির মুখ্যসচেতক ও মাদারিহাটের বিধায়ক মনোজ টিগ্গা সরাসরি বলেন, রাজ্য ভাগ হলে আখেরে লাভ হবে।