শিলিগুড়ি–দিঘা সরাসরি স্লিপার ভলভো, রাজ্য পরিবহণ দপ্তরের অনুমোদন

STATE TRANSPORT DEPARTMENT APPROVES SLEEPER VOLVO SERVICE FROM SILIGURI TO DIGHA
STATE TRANSPORT DEPARTMENT APPROVES SLEEPER VOLVO SERVICE FROM SILIGURI TO DIGHA

উত্তরবঙ্গ (North Bengal)  থেকে কলকাতা হয়ে দিঘার পথে ভলভো বাস পরিষেবা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। নিগম সূত্রে জানা গিয়েছে, এই পরিষেবার জন্য প্রতিটি বাসের খরচ প্রায় ১ কোটি ৮০ থেকে ৯০ লক্ষ টাকা পড়তে পারে। সরকারি পর্যায়ে বাসগুলোকে কার্যকরভাবে পরিচালনা করার জন্য নিগম আগামী সপ্তাহে ভলভো কোম্পানিকে ওয়ার্ক অর্ডার দেওয়ার প্রস্তুতি নিয়েছে। তবে যাত্রীর সুবিধার কথা মাথায় রেখে এখনো নির্ধারণ করা হয়নি ভলভো বাসগুলোর ভাড়া কত হবে।

রাজ্য পর্যায়ে স্লিপার ভলভো বাসের সরকারি পরিষেবা চালু না থাকায় ভাড়া নির্ধারণের প্রক্রিয়ায় কিছু জটিলতা রয়েছে। এই কারণেই নিগম একটি খসড়া ভাড়ার তালিকা তৈরি করেছে, যা পরবর্তীতে রাজ্য পরিবহণ দপ্তরের কাছে পাঠানো হবে। তালিকাটি অনুমোদন পাওয়ার পরই যাত্রীদের জন্য ভাড়া চূড়ান্তভাবে নির্ধারিত হবে। ফলে যাত্রীরা নিশ্চিন্তে ভাড়া দেখে যাত্রা পরিকল্পনা করতে পারবেন।

   

এই স্লিপার ভলভো বাসগুলো শুধুমাত্র কলকাতা-দিঘা রুটে সীমাবদ্ধ নয়। পরিকল্পনা অনুযায়ী, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং শিলিগুড়ি থেকেও এই পরিষেবা চালানো হবে। এতে উত্তরবঙ্গের যাত্রীরা সহজে এবং আরামদায়কভাবে সমুদ্রসৈকত দিঘায় পৌঁছাতে পারবেন। বিশেষ করে দীর্ঘ যাত্রার জন্য স্লিপার ব্যবস্থা যাত্রীদের জন্য অনেক বেশি সুবিধাজনক হবে।

ভলভো বাস চালুর ফলে শুধু যাত্রীর সুবিধাই হবে না, বরং পর্যটন শিল্পেরও একটি বড় সহায়ক ভূমিকা তৈরি হবে। কলকাতা থেকে দিঘা রুটের যাত্রা অনেক সময়ের ব্যয়সাধ্য হয়ে থাকে। কিন্তু আরামদায়ক স্লিপার ভলভো বাসের মাধ্যমে যাত্রীরা দ্রুত এবং নিরাপদে দিঘায় পৌঁছাতে পারবে। এছাড়াও উত্তরবঙ্গের মানুষও কলকাতা ভ্রমণের সময় সুবিধা পাবে।

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন