৮-১৫ অক্টোবর পর্যন্ত বহু ট্রেনের রুট পরিবর্তিত, জেনে নিন সময়সূচি

উত্তরবঙ্গবাসীর জন্য বড় খবর। আলিপুরদুয়ার রেল ডিভিশনের সিভোক-রংপো রেল প্রকল্পের অধীনে ইয়ার্ড রি-মডেলিং কাজ চলায় অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহে এনজেপি (নিউ জলপাইগুড়ি) ও শিলিগুড়ি জংশনের…

Indian Railways

উত্তরবঙ্গবাসীর জন্য বড় খবর। আলিপুরদুয়ার রেল ডিভিশনের সিভোক-রংপো রেল প্রকল্পের অধীনে ইয়ার্ড রি-মডেলিং কাজ চলায় অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহে এনজেপি (নিউ জলপাইগুড়ি) ও শিলিগুড়ি জংশনের একাধিক ট্রেনের (NJP and Siliguri Train) সময়সূচি, রুট এবং চলাচলের নিয়মে বড়সড় পরিবর্তন আসছে।

Advertisements

রেল কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৮ ও ৯ অক্টোবর ২০২৫ তারিখে প্রি-নন-ইন্টারলকিং কাজ এবং ১০ থেকে ১৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত নন-ইন্টারলকিং কাজ চলবে। এই কারণে বিভিন্ন এক্সপ্রেস ও ডেমু ট্রেনের সময়সূচি পরিবর্তন, পথ পরিবর্তন এবং নিয়ন্ত্রণ করে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

   

রেল সূত্রে জানা গিয়েছে, যাত্রীদের অসুবিধা এড়াতে বহু ট্রেনের ছাড়ার সময় পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল:

ট্রেন ৭৫৭১৪ (বামনহাট-শিলিগুড়ি জং. ডেমু): ৮-১১ অক্টোবর সকাল ০৫:০০-র বদলে সকাল ০৮:০০-এ ছাড়বে।

ট্রেন ৭৫৭২৫ (শিলিগুড়ি জং.-নিউ বঙাইগাঁও ডেমু): ৮-১১ অক্টোবর সকাল ১০:৫০-র বদলে দুপুর ১৩:০০-এ ছাড়বে।

ট্রেন ৭৫৭২৬ (নিউ বঙাইগাঁও-শিলিগুড়ি জং. ডেমু): ১৫ অক্টোবর ০৬:৩০-র বদলে ০৯:৩০-এ ছাড়বে।

ট্রেন ৭৫৭১৩ (শিলিগুড়ি জং.-বামনহাট ডেমু): ১৫ অক্টোবর ১৬:০৫-র বদলে ১৭:৩০-এ ছাড়বে।

ট্রেন ১৫৬২১ (কামাখ্যা-আনন্দ বিহার টার্মিনাল এক্সপ্রেস): ৯ অক্টোবর সকাল ০৫:০০-র বদলে সকাল ০৬:০০-এ ছাড়বে।

ট্রেন ১৫৪৮৩ (আলিপুরদুয়ার-দিল্লি সিকিম মহানন্দা এক্সপ্রেস): ১০ ও ১৫ অক্টোবর যথাক্রমে দুপুর ১৩:০০ ও ১৪:০০-এ ছাড়বে।

ট্রেন ১৩২৪৭ (কামাখ্যা-রাজেন্দ্র নগর ক্যাপিটেল এক্সপ্রেস): ১০ ও ১৫ অক্টোবর যথাক্রমে সকাল ০৮:০০ ও ১০:০০-এ ছাড়বে।

ইয়ার্ড রি-মডেলিংয়ের কারণে কিছু ট্রেন বিকল্প পথে চলবে এবং একাধিক স্টেশনে অস্থায়ী স্টপেজ থাকবে।

ট্রেন ১৩২৪৮ (আরা–কামাখ্যা ক্যাপিটেল এক্সপ্রেস): ১৪ অক্টোবর শিলিগুড়ি, এনজেপি, নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার ও নিউ বঙাইগাঁও হয়ে চলবে। জলপাইগুড়ি রোড, ধূপগুড়ি, ফালাকাটা, নিউ কোচবিহার ও নিউ আলিপুরদুয়ারে অস্থায়ী স্টপ থাকবে।

ট্রেন ১৯৬১৫ (উদয়পুর চিটি–কামাখ্যা কবিগুরু এক্সপ্রেস): ১৩ অক্টোবর এনজেপি, রানিনগর জলপাইগুড়ি, ধূপগুড়ি, নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার, শামুকতোলা রোড ও নিউ বঙাইগাঁও হয়ে চলবে। ধূপগুড়ি, নিউ কোচবিহার ও নিউ আলিপুরদুয়ারে অস্থায়ী থামার ব্যবস্থা থাকবে।

কিছু গুরুত্বপূর্ণ এক্সপ্রেস ট্রেনকে নির্দিষ্ট অঞ্চলে নিয়ন্ত্রণ করে চালানো হবে। ট্রেন ১৫৪৮৪ (দিল্লি-আলিপুরদুয়ার সিকিম মহানন্দা এক্সপ্রেস): ১৪ অক্টোবর কাটিহার ডিভিশনে নিয়ন্ত্রণ করে চালানো হবে। ট্রেন ১৫৪৬৮ (বামনহাট–শিলিগুড়ি এক্সপ্রেস): ১৫ অক্টোবর নির্দিষ্ট নিয়ন্ত্রণে চলবে।

রেল যাত্রীদের অনুরোধ জানানো হয়েছে যে, যাত্রার আগে অবশ্যই সংশ্লিষ্ট ট্রেনের আপডেটেড সময়সূচি ও রুট রেলের অফিসিয়াল ওয়েবসাইট বা অ্যাপ থেকে দেখে নেবেন। কারণ এই পরিবর্তনগুলি শুধুমাত্র চলমান ইয়ার্ড কাজের জন্য অস্থায়ীভাবে কার্যকর।

রেল সূত্রের খবর, এই রি-মডেলিং প্রকল্প সম্পন্ন হলে উত্তরবঙ্গ থেকে সিকিম পর্যন্ত রেল পরিষেবা আরও দ্রুত, সুরক্ষিত এবং আধুনিক হবে। তবে আপাতত যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য প্রস্তুত থাকতে হবে।