রাজ্যপালকে নালিশ জানাতে সার্কিট হাউসে নিশীথ

পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যপালের কাছে নালিশ করতে এসেছে নিশীথ প্রামাণিক সহ বাম–কংগ্রেসের প্রতিনিধিরাও। শনিবার সকালে কোচবিহারের সার্কিট হাউসে ভিড় করেন সিপিএম, কংগ্রেস এবং বিজেপি নেতারা।…

Nisith-pramanik

পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যপালের কাছে নালিশ করতে এসেছে নিশীথ প্রামাণিক সহ বাম–কংগ্রেসের প্রতিনিধিরাও। শনিবার সকালে কোচবিহারের সার্কিট হাউসে ভিড় করেন সিপিএম, কংগ্রেস এবং বিজেপি নেতারা। তার মধ্যেই আবার সার্কিট হাউসে পৌঁছান কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক।

সন্ত্রাস কবলিত এলাকায় পরিদর্শনে যাবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখানে বিজেপির আক্রমণ নিয়ে নানা কথা শুনতে হতে পারে রাজ্যপালকে। তাই আগাম কানে মন্ত্রণা দিতে এসেছেন বলে দাবি করছে তৃণমূল কংগ্রেস।

   

আনন্দ বোসের সঙ্গে দেখা করে নিশীথ প্রামাণিক অভিযোগ করেন, পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পর থেকে মনোনয়ন–পর্ব ও তার পরও কোচবিহারে অশান্তির পরিবেশ তৈরি হয়েছে। তাই স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। অশান্তি ঠেকাতে রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

উল্লেখ্য, অশান্তির খবর পেয়ে ভাঙড়, ক্যানিং ঘুরে এবার কোচবিহারে এসেছেন রাজ্যপাল। এই আবহে সাতসকালে রাজপালের কাছে নালিশ জানাতে হাজির হয়েছেন বিরোধীরা। আর এখানে এসে রাজ্যপাল বলেন, “কোচবিহার থেকে হিংসার উদ্বেগজনক খবর পেয়েছি। আমি আক্রান্তদের সঙ্গে দেখা করতে চাই। রাজভবনকে ভ্রাম্যমান করার সিদ্ধান্ত নিয়েছি। রাজভবনের শান্তিকক্ষকেও ভ্রাম্যমান করার সিদ্ধান্ত নিয়েছি।”

রাজ্যপালের সাথে দেখা করে নিশীথ প্রামাণিক জানান, “শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচনের কথা জানিয়েছি। রাজ্যপাল, ভোটের সবদিক খতিয়ে দেখবে। পঞ্চায়েত নির্বাচন হবে গণতন্ত্র মতেই।”