ফের ট্রেন দুর্ঘটনা। মালদার হরিশ্চন্দ্রপুর রেল স্টেশনে লাইনচ্যুত মালগাড়ি৷ রেল সূত্রে খবর মালগাড়িটি ঝাড়খণ্ডের পাকুড় থেকে বিহারের কাটিহারের উদ্দেশ্যে যাচ্ছিল। মাঝপথে মালদার হরিশ্চন্দ্রপুর স্টেশনের কাছে রেল লাইনের ট্র্যাক পরিবর্তন করতে গিয়ে মালগাড়িটি লাইনচ্যুত হয়। সোমবার বেলা সাড়ে ১২টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। রেল পুলিশ ও রেল আধিকারিকরা ঘটনাস্থলে যান। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। মালগাড়ি ছিটকে যাওয়ার সময় পাশের লাইনে কোনও ট্রেন ছিল না। এর ফলে বড় দুর্ঘটনা ঘটেনি।
সম্প্রতি হরিশ্চন্দ্রপুরের ভালুকা স্টেশনের কাছে এক কিশোরের উপস্থিত বুদ্ধির জেরে যাত্রীবাহী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছিল। এবার সেই একই এলাকায় মালগাড়ি লাইনচ্যুত হলো। দেশের বিভিন্ন প্রান্তে ক্রমে বাড়ছে লাইনচ্যুত হয়ে ট্রেন উল্টে যাওয়ার ঘটনা। রেলের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
এই সংবাদটি সবেমাত্র এসেছে এবং আপনি এটি kolkata24x7.in এ পড়ছেন। যেমন তথ্য প্রাপ্ত হচ্ছে, আমরা এটি আপডেট করছি। আরও ভাল অভিজ্ঞতার জন্য আপনি এই সংবাদটি রিফ্রেশ করুন, যাতে আপনি অবিলম্বে সমস্ত আপডেটগুলি পেতে পারেন। আমাদের সাথে থাকুন এবং প্রতিটি সঠিক সংবাদ পান প্রথমে কেবল kolkata24x7.in এ