মাউন্টেনিয়ারিং গ্রুপের সদস্যরা ৭০তম এভারেস্ট দিবসে তেনজিং নোরগেকে (Tenzing Norgay) ভারতরত্ন দেওয়ার দাবি তোলে। ১৯৫৩ সালে আজকের দিনেই (২৯ মে) প্রথম এভারেস্টে উঠেছিলেন তেনজিং নোরগে ও স্যর এডমন্ড হিলারি। সোমবার ছিল এভারেস্ট দিবস তা পালনের পাশাপাশি হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটে নোরগের ১০৯তম জন্মদিনও উদযাপিত হয়েছে।
এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত শেরপা অ্যাসোসিয়েশন ও মাউন্টেনিয়ারিং গ্রুপের সদস্যরা নোরগেকে ভারতরত্ন দেওয়ার দাবি তুলেছেন। তাঁর সমাধি ও মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন ইনস্টিটিউটের প্রিন্সিপাল ও অন্যরা।
প্রসঙ্গত, ১৯১৪ সালের মে মাসে জন্মেছিলেন তেনজিং নোরগে। ১৯৮৬ সালের ৯ মে দার্জিলিংয়ে প্রয়াত হন তিনি। হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটে চত্বরেই রয়েছে তাঁর সমাধি।