Tenzing Norgay: এভারেস্ট দিবসে তেনজিং নোরগেকে ভারতরত্নের দাবি

Tenzing Norgay Statue at Darjeeling More

মাউন্টেনিয়ারিং গ্রুপের সদস্যরা ৭০তম এভারেস্ট দিবসে তেনজিং নোরগেকে (Tenzing Norgay) ভারতরত্ন দেওয়ার দাবি তোলে। ১৯৫৩ সালে আজকের দিনেই (২৯ মে) প্রথম এভারেস্টে উঠেছিলেন তেনজিং নোরগে ও স্যর এডমন্ড হিলারি। সোমবার ছিল এভারেস্ট দিবস তা পালনের পাশাপাশি হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটে নোরগের ১০৯তম জন্মদিনও উদযাপিত হয়েছে।

এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত শেরপা অ্যাসোসিয়েশন ও মাউন্টেনিয়ারিং গ্রুপের সদস্যরা নোরগেকে ভারতরত্ন দেওয়ার দাবি তুলেছেন। তাঁর সমাধি ও মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন ইনস্টিটিউটের প্রিন্সিপাল ও অন্যরা।

   

প্রসঙ্গত, ১৯১৪ সালের মে মাসে জন্মেছিলেন তেনজিং নোরগে। ১৯৮৬ সালের ৯ মে দার্জিলিংয়ে প্রয়াত হন তিনি। হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটে চত্বরেই রয়েছে তাঁর সমাধি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন