পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ দিনাজপুরে কর্মীসভা করলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md Salim)। শনিবার এই সভা থেকেই সেলিম সরাসরি শাসক দল তৃণমূল কংগ্রেসকে ‘সাবধান’ করলেন। বাম কর্মীসভায় ছিল উদ্দীপনা।
গঙ্গারামপুর শহরের রবীন্দ্র ভবনেএদিন সভা শুরুর আগে মিছিল করে সভামঞ্চে পৌঁছন মহম্মদ সেলিম। সভায় মহম্মদ সেলিম ছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইএমের জেলা সম্পাদক নারায়ণ বিশ্বাস,রাজ্য কমিটির সদস্য কল্লোল মজুমদার, নন্দলাল হাজরা।
কর্মীসভায় বক্তব্য রাখতে গিয়ে সেলিম কেন্দ্রের বিজেপি ও রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে বলেন, ‘একটা ঝড় উঠছে। যেমন কয়েক দিন আগে শোনা যাচ্ছিল মোকা আসবে, মোকা আসবে। কিন্তু কোথায় আসবে সেটা কেউ জানে না। তেমনি বাংলায় ঝড় উঠছে। সেটা কার উপরে গিয়ে আছড়ে পড়বে কেউ জানে না।
সেলিম বলেন, পঞ্চায়েত থেকে নবান্ন পর্যন্ত যারা চুরি করছে। আর আইপিএস আইএস অফিসারের একাংশ হোক, পুলিশ হোক, সিভিক হোক যারা ভোট প্রক্রিয়া চুরিতে মদত দিচ্ছে তারাও সাবধান। কারণ মানুষ যখন খেপে কাউকে নিস্তার দেয় না।‘