MLA Shankar Ghosh: বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন বিধায়ক শঙ্কর ঘোষ

একের পর এক করে হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ। বর্তমানে কি পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্য বিজেপিতে তাই চিন্তার মুখে ফেলেছে সকলকে। এবার বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে…

MLA Shankar Ghosh

একের পর এক করে হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ। বর্তমানে কি পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্য বিজেপিতে তাই চিন্তার মুখে ফেলেছে সকলকে। এবার বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে এলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ (Shankar Ghosh)।

চলতি মাসে ২ কেন্দ্রে উপনির্বাচনের মুখ থুবরে পড়েছে গেরুয়া শিবির। একের পর এক নির্বাচনে ভরাডুবি পরিস্থিতি, আর তাতেই রাজ্যের বিভিন্ন জেলায় দেখা গিয়েছে কর্মীদের বিক্ষোভ। প্রশ্ন উঠেছে কি কারণে এই ভরাডুবি! আর এরই মধ্যে একাধিক জায়গায় নিজেদের পদ থেকে ইস্তফা দিচ্ছেন বিধায়কেরা। এবার বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে গেলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক তথা সংগঠনের প্রধান শঙ্কর ঘোষ।

বেশ কিছুদিন আগেই গ্রুপ থেকে লেফট করার হিড়িক লেগে ছিল। মতুয়া সম্প্রদায়ের একাধিক কর্মী সমর্থকরা বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে এসেছিলেন। আর এরপর উপনির্বাচনের ফলাফল ঘোষণা হতেই গ্রুপ ছাড়লেন বিজেপি বিধায়ক। দলের তরফে কটাক্ষ করা হয়েছে এই বিষয়টিকে নিয়ে। যদিও এই বিষয়ে কোনও কারণ দেখাননি শঙ্কর ঘোষ। তিনি জানিয়েছেন, বিনা কারণেই তিনি এই গ্রুপ ত্যাগ করেছেন। কারণ বিধানসভা নির্বাচনের সময় তাঁকে বেশ কয়েকটি গ্রুপে রাখা হয়েছিল। এই ঘটনার সঙ্গে রাজনৈতিক মতানৈক্যের কোনও যোগ নেই বলেই দাবি করেছেন বিজেপি বিধায়ক।

একইসঙ্গে বিজেপি নেতা জানিয়েছেন, ‘হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে কখনও রাজনীতি করা যায় না। তাতে তিনি বিশ্বাসী নন। আর থেকেই একাধিক প্রশ্ন উঠছে। তাহলে কি এবার পদ ছাড়বেন তিনি!’ বিজেপি বিধায়ক আরও জানিয়েছেন, ‘হোয়াটসঅ্যাপ গ্রুপ বলতে ঠিক কী বোঝায়! কোন রাজনৈতিক দিকটি বোঝানো হয়! তা আমি জানি না। তবে একাধিক গ্রুপে ছিলাম, তাই বেশ কয়েকটি গ্রুপ থেকেই আমি বেরিয়ে এসেছি। এই ধরনের গ্রুপগুলি থেকে কোনও বার্তা দেওয়া যায় না। তাই এই ধরনের রাজনীতিতে আমি বিশ্বাসী নই’।