Panchayat Polls: ফুল ফুটবে না ইসলামপুরে, মমতাকে বার্তা দিলেন বিদ্রোহী করিম চৌধুরী

পঞ্চায়েত ভোটে (Panchayat Polls) ইসলামপুরে তৃণমূল শূন্য হয়ে যাবে ইসলামপুরে, এমনই বার্তা কালীঘাটে দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠিয়ে দিয়েছেন ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম…

MLA Abdul Karim Chowdhury

পঞ্চায়েত ভোটে (Panchayat Polls) ইসলামপুরে তৃণমূল শূন্য হয়ে যাবে ইসলামপুরে, এমনই বার্তা কালীঘাটে দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠিয়ে দিয়েছেন ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী। তিনি নিজেকে বিদ্রোহী বলে ঘোষণা করেছেন।

বিধায়ক করিম চৌধুরী তাঁর অনুগামীদের পঞ্চায়েত ভোটে নির্দল প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছেন। ফলে করিমপুরে তৃ়ণমূল বনাম নির্দল সংঘাত চরমে। এতে বাম-কংগ্রেস বিভিন্ন আসনে জয়ের সম্ভাবনা দেখছে। আর করিম চৌধুরীর দাবি ফুল ফুটবে না ইসলামপুরে।

পঞ্চায়েতে ভোটের প্রার্থী নিয়ে জেলায় জেলায় তৃ়ণমূল কংগ্রেসের গোষ্ঠিবাজি চরমে। টিকিট না পাওয়া বিক্ষুব্ধরা নির্দল প্রার্থী হচ্ছেন। তৃণমূল নেত্রী মমতা ও দলটির সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, দলবিরোধী নির্দলদের শাস্তি হবে। তবে উত্তর দিনাজপুরের ইসলামপুরে বিধায়ক করিম চৌধুরীর দাবি, নির্দলের হয়েই প্রচার করব। করিম চৌধুরী বলেছেন, মমতাদিকে অনুরোধ করব উনি যেন অন্তত ইসলামপুরের বিষয়ে হস্তক্ষেপ না করেন।

Advertisements

দলের অন্দরে নব্য ও পুরনো তৃ়ণমূল ইস্যুতে বিধায়ক করিম চৌধুরীর সাথে সংঘাত বাড়ছেই। জেলায় নবজোয়ার কর্মসূচিতেও জাননি বিধায়ক। তাঁকে এড়িয়ে গেছিলেন অভিষেকও। এর পরই করিম চৌধুরীর বিদ্রোহ চরমে। এবার তিনি সরাসরি নির্দলের প্রচার করবেন। ইসলামপুরে পঞ্চায়েতে করিম চৌধুরীর প্রার্থীরাই নির্দল।