Mamata Banerjee: আদিবাসী অনুষ্ঠানে মঞ্চের ব্যানারে নেই মুখ্যমন্ত্রীর ছবি, ক্ষুব্ধ মন্ত্রী

রাজ্যস্তরের আদিবাসী অনুষ্ঠানে মঞ্চের ব্যানারে নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ছবি। দর্শকাসনের চারভাগের তিনভাগও ফাঁকা।

Minister expresses anger over missing photo of Mamata Banerjee at tribal event

রাজ্যস্তরের আদিবাসী অনুষ্ঠানে মঞ্চের ব্যানারে নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ছবি। দর্শকাসনের চারভাগের তিনভাগও ফাঁকা। এ সব দেখে প্রকাশ্যে ক্ষোভপ্রকাশ করলেন জলসম্পদ উন্নয়ন মন্ত্রী তথা সবংয়ের বিধায়ক মানস ভুঁইয়া। তাঁর কথায়, ”মুখ্যমন্ত্রীর একটাও ছবি নেই?মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে আমি দু’হাজারটা কথা বলছি, সেখানে মুখ্যমন্ত্রীর একটাও ছবি থাকবে না? এটার জন্য দায়ী কে?” মানস আরও বলেন, ”ডিএম, এটা দেখুন এবং তদন্ত করুন। এটা দেখে কিন্তু ভাল লাগল না।”

অনুষ্ঠানে মঞ্চে তখন বসে রয়েছেন আদিবাসী উন্নয়ন দফতরের সচিব ছোটেন ডি লামা, পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী সন্ধ্যারানি টুডু, বন প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদা, উপভোক্তা প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো, জেলাশাসক খুরশিদ আলি কাদেরী, জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার প্রমুখ।

   

মঞ্চে উপস্থিত আধিকারিকদের উদ্দেশে মানসকে বলতে শোনা যায়, ”আপনাদের মেদিনীপুরের ইতিহাস পড়া উচিত। যে প্রশাসক এখানে আসুন না কেন, তিনি যদি মেদিনীপুরের ইতিহাস না পড়েন, সেটা খুব বেদনার।”

ক্ষুব্ধ মানস বলেন, ”এখানে স্বল্প সংখ্যক উপস্থিতি নিয়ে মন্ত্রীরা বলেছেন। এই উপস্থিতিটা আমাকেও ব্যথা দিয়েছে। জেলার আদিবাসী দফতর যদি আমাদের সঙ্গে, জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করত,

কথা বলে নিত, তাহলে তো এই দৈন্যতা প্রকাশ পেত না!এ ভাবে আমাদের সরকারকে অপমান করার অধিকার কারও নেই। এত স্বল্প উপস্থিতি, ভাবা যায়?”