Siliguri: কোটি টাকার সোনা উদ্ধার শিলিগুড়িতে

Gold smuggling BGB

ফের বিপুল পরিমান চোরাই সোনা উদ্ধার (Siliguri) শিলিগুড়িতে। ধরা পড়েছে তিন পাচারকারী। তদন্তে উঠে এসেছে, শিলিগুড়ি থেকে বৃন্দাবনে কোটি টাকার সোনার বিষ্কুট পাচার হওয়ার কথা ছিল।

গোপন সূত্রে খবর পেয়ে বাগডোগরা এয়ারপোর্ট মোড়ে অভিযান চালায় ডিআরআই। একটি সন্দেহভাজন একটি চার চাকার গাড়ি আটক করে তল্লাশির সময় সেই গাড়ির ভিতরে মিলেছে কোটি টাকার সোনা।২৩ পিস সোনার বিস্কুট উদ্ধার হয়েছে।

   

সোনা পাচারের অভিযোগে তিন জন ধৃত। তাদের নাম মুরারিলাল সোনি, সোনপাল সাইনি এবং শ্রী বৈজু। মুরারিলাল রাজস্থানের বাসিন্দা এবং বাকি দুজন উত্তর প্রদেশের। এই দুজনের বাড়ি মথুরায়। বাজেয়াপ্ত করা সোনা ২ কেজি ৬৬৮ গ্রাম। বাজারমূল্য ১ কোটি ৫৭ লাখ টাকার বেশি।

তদন্তে জানা গেছে, ধৃতরা শিলিগুড়ির বাসিন্দা রাজকুমার আগরওয়ালের কাছ থেকে বিদেশী সোনা কেনার জন্য একটি চুক্তি করে। ধৃত ৩ জনের বয়ানের ভিত্তিতে রাজকুমার আগরওয়ালের বাড়িতেও অভিযান চালিয়ে ২৪ লক্ষ ৪০ হাজার টাকা উদ্ধার হয়। রাজকুমার আগরওয়াল পলাতক।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন