Darjeeling: বৃষ্টি নেই তবু ধস! পাহাড় কেটে রেলপথ নির্মাণে বিপর্যয়

ফের ধসের কবলে সিকিম যাওয়ার ১০ নম্বর জাতীয় সড়ক। সোমবার দার্জিলিংয়ের (Darjeeling)সেবক সেতু (করোনেশন ব্রিজ) ও কালিঝোরার মাঝে ধস নামে। এর জেরে সাময়িক বিচ্ছিন্ন থাকে আন্ত:রাজ্য সড়ক পরিবহণ। ঘণ্টা দুয়েক পর ধস সরিয়ে ফের শিলিগুড়ি-গ্যাংটক যান চলাচল শুরু হয়।

বর্ষাকালে এই পাহাড়ি রাস্তায় বারবার ধস নামে। এখন বর্ষাকাল হলেও বৃষ্টির দেখা নেই। উত্তরবঙ্গের পাহাড় ও সমতল দাবদাহের কবলে। তারপরেও পাহাড়ি রাস্তায় ধস নামার বিষয়টি যথেষ্ট চিন্তার কারণ।

   

অনেকে এই সম্বন্ধে অভিমত পোষণ করেছেন সেবক-রংপো রেলপথ নির্মাণ কাজ চলছে, পাহাড় কেটে কেটে টানেল বানানো হচ্ছে। সেই কারণে হয়তো বারে বারে পাহাড়ি রাস্তায় ধস নামছে।

দার্জিলিং জেলার তিস্তা তীরে সেবক উত্তরবঙ্গের রেল সংযোগের গুরুত্বপূর্ণ এলাকা। সেবক থেকে সিকিমের সীমান্ত শহর রংপো পর্যন্ত রেলপথ নির্মাণ ঘিরে বারবার প্রশ্ন উঠছে প্রকৃতির উপর আঘাতের। আরও অভিযোগ, রেলপথ নির্মাণের ধাক্কায় এলাকার পাহাড়ে পাথর আলগা হচ্ছে। সোমবারের ধস তেমনই ইঙ্গিত দিয়ে গেল।

সিকিম ও পশ্চিমবঙ্গের মধ্যে দশ নম্বর জাতীয় সড়ক দেশের উত্তর পূর্ব সীমান্ত এলাকার সর্বাধিক গুরুত্বপূর্ণ বলে চিহ্নিত। বর্ষার সময় ছাড়া এই রাস্তা বিপদসংকুল হলে সীমাম্ত এলাকার পরিবহণে যথেষ্ঠ সমস্যা তৈরি হবে। বড়সড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন