Malda: কোটি কোটি টাকার মণিপুরী গাঁজা বাজেয়াপ্ত মালদায়

মালদায় (Malda) ধরা পড়ল মনিপুরের মাদক। রাজ্য STF এর অভিযানে পাকড়াও দুই মাদক পাচারকারী। তল্লাশি চালিয়ে উদ্ধার ১৯ কোটি টাকার মাদক। সূত্র মারফত বেঙ্গল STF…

মালদায় (Malda) ধরা পড়ল মনিপুরের মাদক। রাজ্য STF এর অভিযানে পাকড়াও দুই মাদক পাচারকারী। তল্লাশি চালিয়ে উদ্ধার ১৯ কোটি টাকার মাদক। সূত্র মারফত বেঙ্গল STF কর্তারা জানতে পারে যে, উত্তর-পূর্ব ভারতের মনিপুর থেকে মাদক আসছে এই রাজ্যে। বেঙ্গল STF কর্তারা রবিবার ভোররাতে মালদার বৈষ্ণবনগরের জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকে। এরপর তারা একটি চারচাকা গাড়ি আটক করে।

ওই গাড়িতে তল্লাশি চালিয়ে প্যাকেটের সাজিয়ে প্রায় দশ কেজি মাদক উদ্ধার করে। যার বাজার মূল্য ১৯ কোটি টাকা। এই ঘটনায় দুজনকে প্রথমে আটক করা হয় তারপর তাদের গ্রেফতার করা হয়। এর মধ্যে একজন বছর একচল্লিশের সোনারপুরের বাসিন্দা প্রদীপ তিরকে। অপরজন মনিপুরের বাসিন্দা।

   

এই গোটা ঘটনায় STF কর্মীরা জানার চেষ্টা করছে যে, মনিপুর থেকে যে এত মাদক নিয়ে আসা হয়েছে তা বাংলা ছাড়া অন্য কোনও রাজ্যে নিয়ে যাওয়ার পরিকল্পনা হয়েছিল কিনা। এবং এই চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত এই ঘটনার তদন্ত করছে বেঙ্গল STF কর্তারা।