Mamata Banerjee: “এ রাজ্যে নাগরিকত্বের গ্যারান্টার আমি”- মালদার সভায় মমতা-বানী

মালদায় প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, “নাগরিকত্বের ভয় কিছু নেই রাজ্যে, গ্যারান্টার আমি।”

Mamata assures to guarantee citizenship at Malda meeting

মালদায় প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, “নাগরিকত্বের ভয় কিছু নেই রাজ্যে, গ্যারান্টার আমি।” মুখ্যমন্ত্রী বলেন, “এনআরসি নিয়ে আবার কিন্তু চিঠি পাঠিয়েছে, ডাইরেক্ট এনআরসি না বলে। ইলেকশন আসলেই মনে পড়ে। কিন্তু আমি আপনাদের কথা দিচ্ছি, আমরা করব না এবং আমি করতেও দেব না।’

চিঠি নিয়ে তিনি বলেন, “পরিষ্কার লেখা আছে যাদের সবকিছু পাওয়া যাবে না; আধার কার্ড, প্যান কার্ড, মাথা মুন্ডু কার্ড, তাদের ফরেনার হিসাবে ঘোষণা করে দেবে, তাদের যাতে তাড়িয়ে দেওয়া যায় ওই ডিটেনশন ক্যাম্প করে, যেটা আসামে করেছে।”

মমতা সকলকে নিশ্চিন্ত করে বলেন, “নিশ্চিন্তে থাকুন ওটা আমি দেখে নেব। কিন্তু নিজের নামগুলো ভোটার লিস্টে নিশ্চয়ই তুলবেন। আঁধার কার্ডগুলো ১০ বছর পর আবার নতুন করে করতে বলছে, সেটা যখন

শুরু হবে করে নেবেন। আর ভোটটা আপনার নাগরিক অধিকার। যাতে বলতে না পারে তুমি ভোট দাও নি, তোমরা নামটা বাদ। কারণ এরা পারে না এমন কিছু নেই।”

Advertisements

উল্লেখ্য, বৃহস্পতিবার মালদার ইংরেজবাজারের মালদা কলেজ অডিটরিয়াম দুর্গাকিংকর সদনে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। মূলত মালদা ও মুর্শিদাবাদ এই দুই জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে এই বৈঠক করেন তিনি। পাশাপাশি উপস্থিত ছিলেন দুই জেলার পদস্থ কর্তারা।

এদিন বৈঠক শুরু হওয়ার আগে মালদা কলেজ অডিটোরিয়াম চত্ত্বর নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হয়। প্রস্তুতি খতিয়ে দেখেন জেলা পুলিশের আধিকারিকেরা। বিশাল পুলিশ বাহিনীও মোতায়েন করা হয়‌।