Monday, December 8, 2025
HomeWest BengalNorth BengalMalda: পুলিশের অভাবে স্থগিত পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন, সরকারি নির্দেশে চাঞ্চল্য

Malda: পুলিশের অভাবে স্থগিত পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন, সরকারি নির্দেশে চাঞ্চল্য

- Advertisement -

মালদার (Malda) হরিশ্চন্দ্রপুর এবং মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনের তারিখ পিছিয়ে দেওয়ার পর এবার হরিশ্চন্দ্রপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন পিছিয়ে দেওয়ার নির্দেশ জারি করল চাঁচল মহকুমা শাসক। এই নিয়েই শুরু রাজনৈতিক তরজা। জানা গিয়েছে, পুলিশ প্রশাসনের অভাব দেখিয়ে পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন স্থগিত হয়েছে। নির্দেশ জারির দিন থেকে শুরু করে ১৫ দিনের মধ্যে পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন করা হবে বলে নোটিসে উল্লেখ করা হয়েছে।

সোমবার বিকেল চারটের সময় ছিল পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনের প্রক্রিয়া। তবে রবিবার রাতে চাঁচল মহকুমা শাসক নির্দেশ জারি করে যে পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন প্রক্রিয়া স্থগিত করা হয়েছে।

   

এর আগেও পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন ঘিরে বাংলার একাধিক জায়গা উত্তপ্ত হয়ে উঠেছিল। একের পর এক চলেছে বোমা, গুলি, দ্বন্দ্ব। এবার ফের বোর্ড গঠন প্রক্রিয়া স্থগিত করায় এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব থেকে শুরু করে গণনা পর্বে গরম ছিল মালদা। এই মাটিতেই একের পর এক খুন সন্ত্রাস বোমাবাজি চলেছে। ভোট পরবর্তীকালে ফের বোর্ড গঠন স্থগিত করায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular