বিজয়া দশমীর প্রতিমা নিরঞ্জনের সময় মাল নদীতে (Mal River) চলে আসা হড়পা বানে (Malbazar Flash Flood) ভেসে গেছেন অনেকে। বৃহস্পতিবার সকাল থেকে ফের উদ্ধার কাজ চলছে।
জলপাইগুড়ি (Jalpaiguri) জেলা প্রশাসন জানাচ্ছে, বৃহস্পতিবার সকাল ১১.০০ পর্যন্ত নিহতের সংখ্যা ৯ জন। তবে বেসরকারি হিসেবে মৃত দুই অংকের ঘর পার করেছে। মালবাজার (Malbazar) জুড়ে হাহাকার চলছে।
মাল নদীতে এমন হড়পা বানের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টু়ইটে লিখেছেন, ‘জলপাইগুড়িতে প্রতিমা নিরঞ্জনের সময় যে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে, তাতে আমি ক্ষুব্ধ। এই দুর্ঘটনায় যাঁরা এই দুর্ঘটনায় যাঁরা নিজেদের প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা রইল।’
- প্রশ্ন উঠছে, শোক জানাতে গিয়ে কেন ক্ষুব্ধ প্রধানমন্ত্রী ?
- মোদী ক্ষোভ জানালেও তার কারণ স্পষ্ট করেননি।
- মোদীর টুইট নিয়ে চলছে বিতর্ক। মোদী কি রাজ্য সরকারের প্রতি ক্ষোভ জানালেন নাকি নিয়ম ভেঙে নদীর উপর চলে যাওয়া বহু মানুষের প্রতি ক্ষুব্ধ?
বিস্তারিত পড়ুন:
বু়ধবার মালবাজারে ভয়াবহ হড়পা বানের পর বৃহস্পতিবার সকালের পরিস্থিতি আরও করুণ। নিখোঁজদের পরিবারে চলছে কান্না। মালবাজার জুড়ে আতঙ্ক। এদিকে খবর আসছে পাহাড়ি এলাকায় ফের বৃষ্টি হচ্ছে। ফলে আবার হড়পা বানের আশঙ্কা তৈরি হয়েছে। এর আগেও মাল নদীতে হড়পা বান এসেছে। তবে মালবাজারবাসী বলছেন, বিসর্জনের সময় এমন দুর্ঘটনা এর আগে হয়নি।
মালবাজারের পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর সঙ্গে। মালবাজারে হড়পা বানে দুর্ঘটনায় নিখোঁজদের সন্ধানে সকাল থেকেই তল্লাশি অভিযান আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
নবান্ন সূত্রে জানা গিয়েছে। বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং জেলা প্রশাসনকে উদ্ধার অভিযান জোরদার করার কথা বলা হয়েছে। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।
দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি রাজ্য সরকার ভাবনা চিন্তা করছে বলে জানা গেছে।