সকাল সকাল ভোট (Lok Sabha Election 2024) দিলেন জলপাইগুড়ির তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়। জেতার বিষয়ে আত্মবিশ্বাসী নির্মল। সস্ত্রীক ভোট দেওয়ার পর সংবাদমাধ্যমকে তৃণমূল প্রার্থী বলেন, জলপাইগুড়ি আসন থেকে তৃণমূল বিপুল ভোটে জয়ী হবে। বিরোধীরা গন্ডগোল পাকানোর চেষ্টা করলেও খুব একটা লাভ হবে না। ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনে জয়ী হয়েছিলেন পেশায় অধ্যাপক নির্মলচন্দ্র রায়। এবার তাঁকে লোকসভা ভোটের টিকিট দিয়েছে জোড়াফুল শিবির।
জলপাইগুড়ি কেন্দ্রের মোট ভোটার ১৮ লক্ষ ৮৫ হাজার ৯৫০ জন। এই কেন্দ্রে মোট প্রার্থীর সংখ্যা ১২। উল্লেখযোগ্য প্রার্থীরা হলেন – জয়ন্ত রায় (বিজেপি), নির্মলচন্দ্র রায় (তৃণমূল), দেবরাজ বর্মন (সিপিএম)। এই কেন্দ্রে ৭৫ কোম্পানি নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের ১৯০৪টি বুথের মধ্যে ৩৯১টি বুথকে সংবেদনশীল হিসেবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
আজ জলপাইগুড়ি ছাড়াও উত্তরবঙ্গের আরও দুটি আসন – কোচবিহার ও আলিপুরদুয়ার আসনে ভোট হচ্ছে। এদিন সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। নির্বাচন চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এই তিনটি কেন্দ্রের জন্য মোট ২৫০ কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (সিএপিএফ) মোতায়েন করা হয়েছে। এছাড়াও এই তিন কেন্দ্রের জন্য নির্বাচন কমিশন মোট ১০ হাজার কর্মী মোতায়েন করেছে।
ভোট শুরু হতেই উত্তেজনা দেখা গিয়েছে জলপাইগুড়িতে। ডাবগ্রাম ফুলবাড়ির সিপাইপাড়া এলাকায় বিজেপির বুথ অফিস পোড়ানোর অভিযোগ উঠেছে। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রাতে বুথ অফিসে আগুন লাগিয়ে দিয়েছে। এর ফলে দলীয় পতাকা, ব্যানার পুড়ে ছাই হয়ে গিয়েছে। গোটা ঘটনার কথা বিজেপি বিধায়ককে জানানো হয়েছে। ময়নাগুড়িতে আবার বুথের মধ্যেই বিজেপির পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। আক্রান্ত এজেন্ট হাসপাতালে চিকিৎসাধীন।