Darjeeling: দার্জিলিংয়ে বাঘের হানা….! টুং স্টেশনের কাছে জ্বলছিল চোখ

শীতের রাতে হালুম এলো। পাহাড়ি পথের বাঁকে জ্বলছিল দুটো চোখ।  কার চোখ? অনেকে বলছেন লেপার্ডের, কেউ বলছেন ব্ল্যাক প্যান্থার। এই দুটি হিংস্র  প্রাণী দার্জিলিংয়ের (Darjeeling)…

শীতের রাতে হালুম এলো। পাহাড়ি পথের বাঁকে জ্বলছিল দুটো চোখ।  কার চোখ? অনেকে বলছেন লেপার্ডের, কেউ বলছেন ব্ল্যাক প্যান্থার। এই দুটি হিংস্র  প্রাণী দার্জিলিংয়ের (Darjeeling) বনভূমিতে আছে। প্রায়ই তাদের দেখা মেলে জেলার পাহাড়ি তলদেশের গ্রামে। প্রান্থার তুলনায় কম।

সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে রাতের গাড়ির হেডলাইটে একটি জন্তুর মুখ। সেটি পাহাড়ি পথের বাঁকে পাথরের উপর আরাম করে বসে আছে। দূর থেকে দেখে বাঘের মতো লাগছে।  এই ছবিবুধবার রাতে টুং স্টেশনের কাছে তোলা হয়।

শিলিগুড়ি থেকে দার্জিলিং য়াওয়ার অতি ব্যাস্ততম রাস্তার ধারে টয়ট্রেনের টুং স্টেশন। সেখানে ওই বাঘের মতো দেখতে প্রাণী বসেছিল। এর আগে দার্জিলিঙের মহানন্দা অভয়ারণ্যে দেখা মিলেছিল রয়্যাল বেঙ্গল টাইগারের। সম্প্রতি ওড়িশায় কালো বাঘের ঢল দেখে বিশ্বজোড়া শোরগোল পড়েছে। এর আগে অরুণাচল প্রদেশে হিমালয়ের অতি উচ্চতায় দেখা গেছে রয়েল বেঙ্গল।

চলতি বছর এপ্রিল মাসে দার্জিলিঙের রাস্তায় দেখা গেছিল ব্ল্যাক প্যান্থারকে।  কালো চিতা মনের আনন্দে রাস্তা এপার ওপার করছিল। ২০২২ সালে জেলার মিরিকের ওকাইতি চা বাগানে ব্ল্যাক প্যান্থার দেখা গেছিল। লকডাউনের সময়েও দার্জিলিঙে ব্ল্যাক প্যান্থার দেখা গিয়েছিল।এছাড়া আলিপুরদুয়ারের বক্সা জঙ্গলে বেশ কয়েকবার ব্ল্যাক প্যান্থারের দেখা মিলেছে।