কলকাতা: শুক্রবার উত্তরবঙ্গের জন্য ত্রাণ সংগ্রহে নামেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। গড়িয়াহাটে গলায় বাক্স ঝুলিয়ে দোকানে দোকানে ঘুরে ক্রেতা-বিক্রেতার কাছে বন্যাত্রাণ চেয়েছেন সুকান্ত। রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর এই কর্মকান্ডে কটাক্ষ ছুঁড়েছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)।
https://x.com/KunalGhoshAgain/status/1976587144472002969
এক্সে বিজেপি সহ সুকান্তের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, “ওওও বিজেপি, ত্রাণ সংগ্রহের নাটক কেন?” অন্যান্য বিজেপি (BJP) শাসিত রাজ্য প্রাকৃতিক বিপর্যয়ে ত্রাণ পেলেও পশ্চিমবঙ্গের সঙ্গে কেন ‘দুয়োরাণী’ সুলভ আচরণ? প্রশ্ন দেগেছেন কুণাল। তিনি লেখেন, “প্রাকৃতিক বিপর্যয়ের কারণেও অন্য রাজ্য বরাদ্দ পেলে বাংলা বঞ্চিত কেন?” রাজ্যের ক্ষেত্রে বন্যাত্রাণ আটকে “সুকান্তরা ত্রাণ সংগ্রহে টাকা তুলতে ঘুরছে, নাকি ছবি তুলতে?” কটাক্ষ করেছেন কুণাল ঘোষ (KUnal Ghosh)।
বন্যা পরিস্থিতি দেখতে যাওয়া আসলে ‘ছবি তোলার’ আছিলা বলে কটাক্ষ করেছিলেন কুণাল
প্রসঙ্গত, বিধ্বংসী বন্যায় দার্জিলিং, মিরিক সহ উত্তরবঙ্গ ধ্বসে যাওয়ার পর পরিদর্শনে গিয়ে স্থানীয়দের হাটে আক্রান্ত হয়েছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মূ ও বিধায়ক শঙ্কর ঘোষ। এই নিয়ে কুণাল কটাক্ষ করে বলেছিলেন, বন্যা পরিস্থিতিতে ফটো তুলতে গেলে তো মানুষের ক্ষোভের মুখে পড়তেই হবে। বিজেপির বিরুদ্ধে এদিনও ‘ছবি তোলা’ নিয়েই সরব হয়েছেন কুণাল ঘোষ।
অন্যদিকে, নাগরাকাটায় সাংসদ-বিজেপির উপরে আসলে তৃণমূলের গুন্ডারাই আক্রমণ করেছে বলে পাল্টা তোপ দেগেছে বিজেপি। শুভেন্দু অধিকারী সহ কেন্দ্রের গেরুয়া শিবির থেকেও তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগা হয়। সম্বিত পাত্র, অমিত মালব্য, শেহজাদ পুনাওয়ালার মোট বিজেপির জাতীয় মুখপাত্ররা “তৃণমূল বাংলাকে জঙ্গলের রাজত্বে পরিণত করেছে” বলে তোপ দাগেন।