এক কিশোরীর বিবস্ত্র দেহ উদ্ধার ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল উত্তর দিনাজপুরের (North Dinajpur) কালিয়াগঞ্জ (Kaliaganj)। শুক্রবার সকালে বাড়ির কাছে একটি পুকুরের ধার থেকে ওই কিশোরীর দেহ উদ্ধার হয়। তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। কালিয়াগঞ্জ-দুর্গাপুর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। দফায় দফায় চলে পথ অবরোধ।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছোলে ক্ষুব্ধ জনতার রোষের মুখে পড়েন পুলিশকর্মীরা। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে পালটা লাঠি চালায় পুলিশ। ফাটানো হয় কাঁদানে গ্যাসের সেল। গত মাসে নাবালিকাকে ধর্ষণ করে খুন করার ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল কলকাতার তিলজলা এলাকা। পুলিশের বিরুদ্ধে তদন্তের গাফিলতি নিয়ে বিস্তর অভিযোগ ওঠে। এবার ঠিক একই ছবি দেখা গেল কালিয়াগঞ্জে।

আমাদের Google News এ ফলো করুন
২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।
