Jalpaiguri: তৃণমূল-বিজেপি-বাম ধূপগুড়ি কার দখলে?

গণনার আগে তিন শিবিরে চাপা উত্তেজনা, কার দখলে যাবে জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার ধূপগুড়ি আসন। উপনির্বাচনের ফলাফল নিয়ে রাজনৈতিক মহলে বিশ্লেষণের মাঝে ধূপগুড়িবাসী নীরব। এমন শান্তিতে…

গণনার আগে তিন শিবিরে চাপা উত্তেজনা, কার দখলে যাবে জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার ধূপগুড়ি আসন। উপনির্বাচনের ফলাফল নিয়ে রাজনৈতিক মহলে বিশ্লেষণের মাঝে ধূপগুড়িবাসী নীরব। এমন শান্তিতে ভোট রাজ্যে সাম্প্রতিক অতীতে আর হয়নি। রক্তাক্ত পঞ্চায়েতে ভোটের নিরিখে উপনির্বাচনের নিরাপত্তাও আলোচনায় উঠে আসছে। বিশ্লেষকরা বলছেন, ধূপগুড়ির নীরবতা চমকদার কিছু হতেই পারে। এর আগে মুর্শিদাবাদের সাগরদিঘি কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের পরাজয় ও কংগ্রেস-বাম জোটের জয় হয়েছিল। তবে ধূপগুড়ির গণনায় কারচুপির আশঙ্কা করছে বিজেপি। তাদের আশঙ্কা এই কেন্দ্রটি হাতছাড়া হতে পারে। ২০২১ বিধানসভা নির্বাচনে এই আসনে বিজেপির টিকিটে জয়ী হন বিষ্ণুপদ রায়। তাঁর মৃত্যুতে এই উপনির্বাচন।

Advertisements

গত ৫ সেপ্টেম্বর ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচন হয়েছে। ৮ সেপ্টেম্বর, শুক্রবার গণনা।  উত্তরবঙ্গের এই বিধানসভায় লড়াই এবার ত্রিমুখী কারণ লড়াইয়ে নেমেছে তৃণমূল, বিজেপি ও বাম-কংগ্রেস জোট। বিজেপি এই কেন্দ্রে প্রার্থী করেছে কাশ্মীরে নিহত জওয়ানের স্ত্রী তাপসী রায়কে। তৃণমূলের প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন অধ্যাপক নির্মলচন্দ্র রায়। বাম-কংগ্রেস জোট প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ভাওয়াইয়া গানের শিল্পী তথা শিক্ষক ঈশ্বরচন্দ্র রায়।

বিজ্ঞাপন

ধূপগুড়িতে রয়েছে মোট বুথ ২৬০টি। নির্বাচনের দু-দিন আগেই তৃ়ণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন প্রাক্তন বিধায়ক মিতালি রায়। এর জেরে বিজেপি শিবির ছেড়ে শতাধিক সমর্থক তৃণমূলে চলে যান। আর নিজেদের ভোট ধরে রাখার দাবি করেছে সিপিআইএম। জোট শরিক কংগ্রেসের ভোট কতটা আসবে তা নিয়ে চিন্তিত বাম শিবির।