বিভিন্ন জেলা থেকে প্রায় সময়ই নদী ভাঙনের খবর উঠে আসে। এবার জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার রাজগঞ্জের আমবাড়ি এলাকায় করতোয়া নদীর গ্রাসে চলে গেল চা-বাগানের জমি। আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। ভাঙনের ফলে সাধারণ মানুষের মাথায় দুটি চিন্তাই ঘুরে বেড়ায়, একটি তাদের বাসস্থান, দ্বিতীয়টি কর্মস্থান।
বেশ কয়েক বছর ধরেই বিঘা বিঘা জমি চলে যাচ্ছে করতোয়া নদীর গ্রাসে। নদী ভাঙনের ফলে শুধু চা বাগানের মালিকরাই ক্ষতিগ্রস্ত হয়েছে এমনটা নয়, কাজ হারানোর আশঙ্কা বেড়েছে শ্রমিকদের মধ্যে।
রাজগঞ্জের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আমবাড়ির ৯ নম্বর কলোনি মালিকের জমি নদীগর্ভে চলে গিয়েছে। চা বাগানের মালিক বিশ্বজিৎ দাস জানিয়েছেন, চা বাগানের প্রায় তিন বিঘা জমি নদীগর্ভে চলে গিয়েছে। অন্য চা-বাগানগুলির একই অবস্থা। গত কয়েক বছরে প্রায় ১০ বিঘা জমি নদীগ্রাসে গিয়েছে। শুধু চাষীদের ক্ষতি নয় শ্রমিকদের কাজ হারানোর আশঙ্কা ক্রমশ বেড়ে চলেছে।
চা বাগানের এক শ্রমিক এই প্রসঙ্গে জানিয়েছেন, প্রতিবছর বর্ষাকালের চা-বাগানের জমি নদীর তলায় তলিয়ে যাচ্ছে। আগামীতে এই অবস্থা থাকলে কাজ থাকবে কিনা তা নিয়ে প্রশ্ন চিহ্ন দাঁড়াচ্ছে। পঞ্চায়েত সমিতির তরফে জানানো হয়েছে, স্থানীয় বাসিন্দারা নদী ভাঙনের কথা জানিয়েছে, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।