Mysterious death of cheetah: জলপাইগুড়িতে চিতার রহস্য মৃত্যু

আবার উদ্ধার হল চিতার মৃতদেহ (Mysterious death of cheetah)। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে জলপাইগুড়ির বানারহাট ব্লকের ডায়না চা-বাগানে। জানা গিয়েছে, বুধবার সকালে…

Mysterious death of cheetah in Jalpaiguri

আবার উদ্ধার হল চিতার মৃতদেহ (Mysterious death of cheetah)। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে জলপাইগুড়ির বানারহাট ব্লকের ডায়না চা-বাগানে।

জানা গিয়েছে, বুধবার সকালে বাগানের চা শ্রমিকরা কাজে যাওয়ার সময় দেখতে পান একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতা মৃত অবস্থায় পড়ে রয়েছে। এরপরই খবর দেওয়া হয় বন বিভাগ কর্মীদের। ঘটনাস্থলে এসে তারা চিতার মৃতদেহ উদ্ধার করেন।

   

বনদফতর জানিয়েছে, ডায়না চা-বাগানের তিন নম্বর সেকশনে চিতার মৃতদেহটি পাওয়া গিয়েছে। কীভাবে মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে, বিষক্রিয়া থেকেই মৃত্যু হয়েছে চিতার।ময়না তদন্তের পরই জানা যাবে এর আসল কারণ।

ঠিক এক সপ্তাহ আগেই ডুয়ার্সের তোতা পাড়া থেকে উদ্ধার করা হয়েছিল এটি চিতার মৃতদেহ। মনে করা হয়েছিল গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে ওই চিতাবাঘটির।

পরপর দু সপ্তাহে দুটি চিতার মৃতদেহ নিয়ে চিন্তিত বনদফতর। গত ফেব্রুয়ারি মাসে ডুয়ার্সের জলঢাকা নদী সংলগ্ন জঙ্গলে একটি চিতার দেহ পড়ে থাকতে দেখে বন বিভাগের কর্মীরা। একের পর এক চিতা বাঘের মৃত্যু নিয়ে চিন্তিত রাজ্য বনদফতরের কর্মীরা। মনে করা হচ্ছে, হাতির দলের সঙ্গে লড়াই করতে গিয়েই হয় তো চিতার মৃত্যু হয়েছে।