Jalpaiguri: শনিতে ঘাসফুল রবিতে পদ্মফুল! সোমে পুড়ল কুশপুতুল, মিতালিকে নিয়ে গরম ধূপগুড়ি

শনিবার ছিলেন ঘাসফুলে। রবিতে চলে এসেছেন পদ্মফুলে। আর সোমবার ক্ষেভে পুড়ল কুশপুতুল। তৃণমূল ত্যাগী প্রাক্তন বিধায়ক মিতালি রায়কে ঘিরে উপনির্বাচনের কয়েক ঘণ্টা আগেও গরম ধূপগুড়ি।…

Dhupguri

শনিবার ছিলেন ঘাসফুলে। রবিতে চলে এসেছেন পদ্মফুলে। আর সোমবার ক্ষেভে পুড়ল কুশপুতুল। তৃণমূল ত্যাগী প্রাক্তন বিধায়ক মিতালি রায়কে ঘিরে উপনির্বাচনের কয়েক ঘণ্টা আগেও গরম ধূপগুড়ি। জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার এই আসনে মঙ্গলবার ভোট। রাজনৈতিক উত্তেজনা থাকলেও ভোটের আগের রাতে কোনও সংঘর্ষের খবর নেই বলে জানাচ্ছে জেলা পুলিশ। এই কেন্দ্রের বিজেপি বিধায়কের মৃত্যুর কারণে হচ্ছে উপনির্বাচন। ভোটে ত্রিমুখী লড়াইয়ে আছে বাম শিবির। তাদের সমর্থন করেছে কংগ্রেস। আর ধূপগুড়ির ভোটের আগে রাজনৈতিক আলোচনায় বারবার আসছে সাম্প্রতিক মুর্শিদাবাদের সাগরদিঘি কেন্দ্রের উপনির্বাচনে ফলাফলে বাম জোটের কাছে তৃণমূলের পরাজয়।

প্রাক্তন তৃণমূল বিধায়ক মিতালি রায়ের বিজেপিতে যোগদানের বিষয়ে ধূপগুড়িতে বিজেপি সমর্করদের বড় অংশ দলীয় নেতাদের উপর ক্ষুব্ধ। এই বিক্ষুব্ধরা সরাসরি তৃণমূলে চলে গেছেন। বাম ও কংগ্রেস ভোটারদের দাবি, আর একটা সাগরদিঘি ঘটতে চলেছে। জেলা তৃণমূল ও বিজেপির অন্দরে চলছে তীব্র গোষ্ঠিবাজি। তবে ধূপগুড়ির ভোটে যাবতীয় চর্চা চলছে প্রাত্তন বিধায়ক মিতালি রায়কে ঘিরেই। তিনি এখন তৃণমূলের নজরে ‘বেইমান’। সোমবার বিকেলে ধূপগুড়ির বারোঘরিয়া গ্রামে মিতালির কুশপুতুল দাহ করেন তারা। আর মিতালির বিরুদ্ধে ক্ষোভ দেখিয়ে শতাধিক বিজেপি সমর্থক দলত্যাগ করেছেন। মিতালি রায় বলেছেন, গত তিন বছর আমাকে বসিয়ে রাখা হয়েছে। প্রাক্তন বিধায়ক ছাড়া আমার আর কোনও অস্তিত্ব ওই দলে ছিল না। কাজ করতে দিচ্ছিল না। মানুষের কাজ করতে বিজেপিতে যোগদান করেছি।

ধূপগুড়ির উপনির্বাচন ফলাফল নিয়ে শাসক দল তৃণমূল ও বিধানসভার বিরোধী দল বিজেপির অন্দরে উত্তেজনা তীব্র। তেমনই উত্তেজিত বাম শিবির। গত বিধানসভার ভোটে একজনও বাম প্রার্থী জিততে পারেননি। ধূপগুড়িতে জয় এলে বিধানসভায় ফের বাম প্রতিনিধি থাকবে এই আশা করছেন সিপিআইএম নেতৃত্ব।

আরও পড়ুন: ধূপগুড়ির ফলাফল নিয়ে রাজনৈতিক শিবিরগুলির অন্দরে কী চলছে? 

Advertisements

Jalpaiguri : ধূপগুড়ির ভোটে দুটো ভয়, যদি হাতির হানা হয়! যদি ‘সাগরদিঘি’ হয়

ভোট অবাধ ও শান্তিপূর্ণ রাখতে ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। নজরদারির জন্য একজন সাধারণ পর্যবেক্ষকের পাশাপাশি একজন করে পুলিশ ও ব্যয় পর্যবেক্ষকও থাকবেন। এই কেন্দ্রের উপনির্বাচনে ২ লক্ষ ৬৮ হাজারের বেশি ভোটদাতা ২৬০টি বুথে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন।