Jalpaiguri: কলকাতায় প্রয়াত ধূপগুড়ির বিজেপি বিধায়ক, অভিযোগ ‘হাসপাতালে জোটেনি কম্বল’

প্রয়াত ধূপগুড়ির বিজেপি বিধায়ক। তাঁর প্রয়াণ সংবাদে এলাকায় ও রাজ্য বিজেপি মহলে শোক ছড়িয়েছে। অসুস্থ ছিলেন তিনি। বিধায়কের প্রয়াণে ধূপগুড়িতে উপনির্বাচন হবে। বিধায়ক বিষ্ণুপদ রায়…

প্রয়াত ধূপগুড়ির বিজেপি বিধায়ক। তাঁর প্রয়াণ সংবাদে এলাকায় ও রাজ্য বিজেপি মহলে শোক ছড়িয়েছে। অসুস্থ ছিলেন তিনি। বিধায়কের প্রয়াণে ধূপগুড়িতে উপনির্বাচন হবে। বিধায়ক বিষ্ণুপদ রায় গত শুক্রবার থেকে এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন। তার মৃত্যুর পেছনে হাসপাতাল কর্তৃপক্ষকে দায়ী করছে তার পরিবার।

বিগত কয়েকদিন ধরেই শ্বাসকষ্ট জনিত সমস্যার কারণে ভুগছিলেন বিষ্ণুপদ রায়। শুক্রবার তাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। এরপরেই তার একটি অস্ত্রোপচারও হয়। গতকাল মধ্যরাতে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে তার ছেলেকে ফোন করা হয়। তাকে সিটি স্ক্যানের জন্য নিয়ে যাওয়ার কথাও বলা হয়।

   

তবে অভিযোগ তার ছেলে যখন হাসপাতালে এসে পৌঁছায় তখন দেখে তার বাবা হাসপাতালের বেডের উপর শুয়ে কাঁপছেন। হাসপাতালের কোন নার্স বা চিকিৎসক সেই সময় তার বাবার কাছে ছিল না। এমনকি একটি কম্বল পর্যন্ত জোটেনি।

Advertisements

সিটি স্ক্যান করতে নিয়ে যাওয়ার সময়ও হাসপাতালে কর্তৃপক্ষের তরফ থেকে লোক ছিল না। তারা অভিযোগ করছে যে হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির দায়ে মৃত্যু হয়েছে বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের।

এর আগেও তৃণমূল বিধায়ক স্বয়ং মদন মিত্র এসএসকেএম হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল তাদের গাফিলতির কারণে। এরপর ফের মৃত্যুতে হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির দিকে আঙ্গুল তুলছে প্রয়াত বিজেপি বিধায়কের পরিবার। ঘটনায় তীব্র উত্তেজিনা ছড়িয়েছে গোটা এলাকায় জুড়ে।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News