Jalpaiguri: গৌতম দেবের রক্তচাপ বাড়ছে, ধূপগুড়িতে বিজেপি-তৃণমূলের ব্যাপক ভোট যুদ্ধ

ধূপগুড়ি উপনির্বাচনের গণনায় টানা পিছিয়ে থাকার পর চতুর্থ রাউন্ডে একটু এগিয়ে শাসকদল তৃণমূল। কেন্দ্রটি ঘিরে শাসক ও বিরোধী দলের তীব্র ভোট যুদ্ধ চলছে। অনেক পিছিয়ে…

short-samachar

ধূপগুড়ি উপনির্বাচনের গণনায় টানা পিছিয়ে থাকার পর চতুর্থ রাউন্ডে একটু এগিয়ে শাসকদল তৃণমূল। কেন্দ্রটি ঘিরে শাসক ও বিরোধী দলের তীব্র ভোট যুদ্ধ চলছে। অনেক পিছিয়ে বাম প্রার্থী। ধূপগুড়িতে তৃণমূল নাকি বিজেপি এই প্রশ্নের উত্তর লুকিয়ে ইভিএমে। জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার ধূপগুড়ির বিজেপি বিধায়ক প্রয়াত হন। সেই কারণে গত ৫ সেপ্টেম্বর ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচন হয়েছে।

   

ধূপগুড়ির ভোট ফলাফল পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নের মন্ত্রী ও শিলিগুড়ির বর্তমান মেয়র গৌতম দেব। তাঁর রক্তচাপ বাড়ছে। কারণ, এই কেন্দ্রের ফলাফল নিজেদের পক্ষে আনতে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা করেছেন প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর উপর। গৌতম দেব বলেছেন ডু অর ডাই পরিস্থিতি। পোস্টাল ব্যালট গণনায় বিজেপি এগিয়ে থেকে শুরু করে। পরপর তিন রাউন্ড গণনায় তারাই এগিয়ে ছিল। চতুর্থ রাউন্ডে তৃণমূল এগিয়ে। গণনা হবে দশ রাউন্ড। তৃণমূল ও বিজেপি দুই শিবিরে টানটান উত্তেজনা। 

উত্তরবঙ্গের এই বিধানসভায় লড়াই এবার ত্রিমুখী কারণ লড়াইয়ে নেমেছে তৃণমূল, বিজেপি ও বাম-কংগ্রেস জোট। বিজেপি এই কেন্দ্রে প্রার্থী করেছে কাশ্মীরে নিহত জওয়ানের স্ত্রী তাপসী রায়কে। তৃণমূলের প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন অধ্যাপক নির্মলচন্দ্র রায়। বাম-কংগ্রেস জোট প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ভাওয়াইয়া গানের শিল্পী তথা শিক্ষক ঈশ্বরচন্দ্র রায়। নির্বাচনের দু-দিন আগেই তৃ়ণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন প্রাক্তন বিধায়ক মিতালি রায়। এর জেরে বিজেপি শিবির ছেড়ে শতাধিক সমর্থক তৃণমূলে চলে যান। আর নিজেদের ভোট ধরে রাখার দাবি করেছে সিপিআইএম। জোট শরিক কংগ্রেসের ভোট কতটা আসবে তা নিয়ে চিন্তিত বাম শিবির।