Jalpaiguri: দলিত বিধবাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, ধূপগুড়িতে ক্ষোভ

এক দলিত বিধবাকে  অস্ত্র দেখিয়ে খুনের ভয় দেখিয়ে গণধর্ষণের অভিযোগ। জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার ধূপগুড়ির ঘটনা। অভিযোগ, ওই মহিলা বাড়ি থেকে তুলে নিয়ে  যগিয়ে গণধর্ষণ করা…

Attempt to Rape in Durgapur

short-samachar

এক দলিত বিধবাকে  অস্ত্র দেখিয়ে খুনের ভয় দেখিয়ে গণধর্ষণের অভিযোগ। জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার ধূপগুড়ির ঘটনা। অভিযোগ, ওই মহিলা বাড়ি থেকে তুলে নিয়ে  যগিয়ে গণধর্ষণ করা হয়। এই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে।

   

 ধারাল অস্ত্র দেখিয়ে ওই দলিত মহিলাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ।  পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে। অভিযুক্ত আরও এক জন পলাতক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ধূপগুড়ি থানায় ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জানা গিয়েছে, গত বুধবার ১৩ ডিসেম্বর ওই মহিলার বাড়িতে চড়াও হয় দুষ্কৃতীরা। সেই মহিলা বাড়িতে একাই থাকেন। মহিলার অভিযোগ, তাঁর গলায় ধারাল অস্ত্র ঠেকিয়ে বাড়ি থেকে তুলে জঙ্গলে নিয়ে যায় দুষ্কৃতীরা। সেখানে তাকে তিন জন মিলে গণধর্ষণ করে এবং জঙ্গলেই ফেলে রেখে চলে যায়। বৃহস্পতিবার ধূপগুড়ি থানায় এই মর্মে লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে , মহিলার শারীরিক পরীক্ষা করানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। ঘটনায় জড়িত এলাকা থেকেই তিন জনকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত আরও এক জনের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে। ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হবে।

এ বিষয়ে তৃণমূলের জেলা সম্পাদক অরূপ দে বলেন, “এটা অসামাজিক কাজ। মানুষ কখনও এটা মেনে নেবে না। অভিযুক্তদের কঠোরতম শাস্তি হওয়া উচিত। এমন শাস্তি প্রয়োজন, যা দেখে ভয় পেয়ে যায় সমাজ।” জেলার বাম নেতৃত্ব বলছেন, তৃ়ণমূল আমলে রাজ্যে অপরাধ ও আর্থিক দুর্নীতি লাগামছাড়া বেড়েছে। এখানে রাজনীতির চাপে পুলিশ অসহায় হয়ে থাকে। অন্যদিকে, বিজেপি জেলা সম্পাদক শ্যামাপ্রসাদ বলেন, “বাংলার নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। প্রশাসনকে কড়া ব্যবস্থা নিতে হবে।”