Malda: মন্ত্রী তাজমূলের এলাকায় ৭ পঞ্চায়েত বোর্ডে তৃণমূল শূন্য! বাম জোটের বিরাট জয়

রাজ্যের ক্ষুদ্র ও হোসিয়ারি শিল্প মন্ত্রী তাজমুল হোসেনের নিজের এলাকায় তৃণমূল শূন্য পঞ্চায়েত বোর্ড! মালদার (Malda) হরিশচন্দ্রপুর-১ নম্বর ব্লকের সাতটি পঞ্চায়েতে জয়ী বাম-কংগ্রেস জোট। এমন…

TMC CPIM

রাজ্যের ক্ষুদ্র ও হোসিয়ারি শিল্প মন্ত্রী তাজমুল হোসেনের নিজের এলাকায় তৃণমূল শূন্য পঞ্চায়েত বোর্ড! মালদার (Malda) হরিশচন্দ্রপুর-১ নম্বর ব্লকের সাতটি পঞ্চায়েতে জয়ী বাম-কংগ্রেস জোট। এমন পরিস্থিতি কেন হল তা জানতে মন্ত্রীর কাছে জবাবদিহি চাইল শাসক দল। তীব্র অস্বস্তিতে তাজমূল।

জানা যাচ্ছে তাজমুল হোসেনের কাছে সন্তোষজনক কোনও উত্তর না পেলে তাঁকে নিয়ে কঠিন সিদ্ধান্ত নিতে চলেছে তৃণমূল কংগ্রেস। সেক্ষেত্রে মন্ত্রী বিদ্রোহ করতে পারেন। দলত্যাগ করতেও পারেন এমন সম্ভাবনা আছে। তৃণমূল এক্ষেত্রে সাবধানে পা ফেলতে চায়। তবে পঞ্চায়েত বোর্ড দখলে না রাখতে পেরে মন্ত্রী তাজমুল নিজেও বিড়ম্বিত।

   

শনিবার মালদার হরিশচন্দ্রপুর ১ নম্বর ব্লকের ৭টি পঞ্চায়েতের বোর্ড গঠন হয়েছে। সামগ্রিক ফলাফল ৭-০ ! রাজ্যে শাসকদল তৃণমূল এই সাতটি পঞ্চায়েত বোর্ডের কোথাও নেই। কংগ্রেস ও সিপিআইএমের অনুকূলে পঞ্চায়েতগুলি।

মালদা জেলা সিপিআইএম ও জেলা কংগ্রেস সূত্রে জানা যাচ্ছে, গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনে শূন্য হয়ে এবার হরিশচন্দ্রপুর ১ পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন নিয়ে আতঙ্কে আছে তৃণমূল শিবির। পরাজয় নিশ্চিত বুঝে এর আগে সমিতির বোর্ড গঠন স্থগিত করতে প্রশাসনিক প্রভাব খাটানো হয়েছে। পঞ্চায়েত সমিতির পরবর্তী বোর্ড গঠন আগামী ২২ আগস্ট। এখানে তৃ়নমূলের হাতে আছে ১০ জন আর বাম-কংগ্রেস জোটের দখলে ১১ জন সদস্য।