
পঞ্চায়েত ভোটের আগেই উত্তপ্ত গোটা রাজ্য। একাধিক জায়গা থেকে উদ্ধার হচ্ছে গুলি, বোমা, আগ্নেয়াস্ত্র। এবার গোয়ালপোখর থানা এলাকা থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করল রাজ্য পুলিশের এসটিএফ।
উত্তর দিনাজপুরের গোয়ালপোখর থানা এলাকা থেকে বেঙ্গল এসটিএফ-এর অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র। অস্ত্র উদ্ধারের পাশাপাশি এক অস্ত্র ব্যবসায়ীকেও গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার সেই অস্ত্রের ছবি প্রকাশ্যে এনেছে এসডিএম। উত্তর দিনাজপুরের গোয়ালপখোর এলাকা থেকে অভিযুক্ত ব্যবসায়ীকে উদ্ধার করা হয়। এর সঙ্গেই উদ্ধার হয়েছে পাঁচটি ৫ এমএম পিস্তল, ১০ রাউন্ড কার্তুজ। তিনটি সিঙ্গেল শর্ট পাইপ গান, এছাড়াও ৮০ রাউন্ড ৭.৬৫ এমএম কার্তুজ ও ১০০ রাউন্ড ৮ এমএম কার্তুজ।
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে
Google News-এ Kolkata24x7 ফলো করুন










