অবৈধ সীমান্ত পারাপারের চেষ্টায় বাংলাদেশী যুবক ও ভারতীয় যুবতী আটক

Bangladeshi Youth, Indian Woman Arrested in Haldibari for Illegal Border Crossing Attempt
Bangladeshi Youth, Indian Woman Arrested in Haldibari for Illegal Border Crossing Attempt

অয়ন দে , উত্তরবঙ্গ: শুক্রবার গভীর রাতে কোচবিহারের হলদিবাড়ি ব্লকে অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টাকালে (Illegal Border Crossing) এক বাংলাদেশী যুবক ও এক ভারতীয় যুবতীকে আটক করেছে হলদিবাড়ি থানার পুলিশ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ধৃত যুবকের নাম জীবন দাস (৩০), বাংলাদেশের রংপুর জেলার বুড়ারঘাট বাজার এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, জীবন দাস প্রায় ২০-২৫ দিন আগে উন্মুক্ত সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে। এরপর মাথাভাঙ্গার বিভিন্ন আত্মীয়ের বাড়িতে থেকে সে হলদিবাড়ি ব্লকের পারমেলিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের তিস্তা নদী সংলগ্ন এলাকায় আসে। তার উদ্দেশ্য ছিল চোরাই পথে পুনরায় বাংলাদেশে ফিরে যাওয়া। কিন্তু তার আগেই পুলিশের জালে ধরা পড়ে সে।

অন্যদিকে, হলদিবাড়ি ব্লকের আঙুলদেখা বাজার এলাকা থেকে তহিদা নামে এক দক্ষিণ ভারতীয় যুবতীকে আটক করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, তহিদা তার এক দাদার সঙ্গে হলদিবাড়িতে এসেছিল। তারা বাংলাদেশে তহিদার দাদার প্রেমিকাকে চোরাই পথে ভারতে নিয়ে আসার পরিকল্পনা করছিল। এই কাজে সহায়তার জন্য তারা একজন দালালের সঙ্গে যোগাযোগও করেছিল। কিন্তু পুলিশের তৎপরতায় তাদের পরিকল্পনা ভেস্তে যায়। তহিদার দাদা সুযোগ বুঝে পালিয়ে যায়, কিন্তু তহিদা ও জীবন দাস পুলিশের হাতে ধরা পড়ে।

   

হলদিবাড়ি থানার পুলিশ দুজনকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। তাদের সঠিক উদ্দেশ্য এবং এই ঘটনার পেছনে অন্য কোনও ব্যক্তি বা নেটওয়ার্ক জড়িত কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনা সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার প্রয়োজনীয়তার দিকে ইঙ্গিত করছে। স্থানীয়রা জানান, হলদিবাড়ি সীমান্ত এলাকায় এই ধরনের ঘটনা প্রায়ই ঘটে, এবং পুলিশের তৎপরতার জন্য এবার বড় ধরনের অপরাধ রুখে দেওয়া সম্ভব হয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন