রাজ্য ভাগের দাবিতে ফের সরব গ্রেটার কোচবিহার

পশ্চিমবঙ্গ কেটে আলাদা কোচবিহার (Coochbehar) রাজ্যের দাবিতে ফের সরব (GCPA) গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। যদিও বিরোধী দল বিজেপি আগে বেশ কয়েকবার রাজ্য ভাগের দাবি তুলেছে।…

পশ্চিমবঙ্গ কেটে আলাদা কোচবিহার (Coochbehar) রাজ্যের দাবিতে ফের সরব (GCPA) গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। যদিও বিরোধী দল বিজেপি আগে বেশ কয়েকবার রাজ্য ভাগের দাবি তুলেছে। আর বিজেপি ও তৃণমূল দুপক্ষের ঘনিষ্ঠ বলে পরিচিত গ্রেটার নেতারা তাদের পুরনো দাবি পৃথক কোচবিহার রাজ্য থেকে সরবে না বলেই জানিয়েছেন।

স্বাধীনতার পর দেশীয় রাজ্য কোচবিহার যুক্ত হয় ভারতের সাথে। সেই ভারতভুক্তি চুক্তি অনুসারে কোচবিহারকে রাজ্যের স্বীকৃতি দেওয়ার দাবি করেছে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন।

গ্রেটার নেতা বংশীবদন বর্মন বৃহস্পতিবার জলপাইগুড়ি গোশালা মোড় লাগোয়া পাহাড়পুর যুবক সঙ্ঘের মাঠে শেষ কোচ রাজা জগদ্বীপেন্দ্র নারায়ণের জন্মদিন পালন অনুষ্ঠানে অংশ নেন। প্রকাশ্য সমাবেশে বংশীবদন বর্মন বলেন, “কেন্দ্রীয় সরকারের কাছে অবিলম্বে ভারতভুক্তি চুক্তি অনুযায়ী কোচবিহারকে রাজ্যের মর্যাদা দিতে হবে। এই দাবিতে আন্দোলন চলছে। আগামী দিনেও চলবে। ভাষার স্বীকৃতি মিললেও এখনও পর্যন্ত রাজবংশী কৃষ্টি সংস্কৃতির বিকাশে কিছুটা বাধা বিপত্তি রয়েছে। এই ক্ষেত্রেও সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ করা জরুরি। “

পঞ্চায়েত ভোট প্রসঙ্গে গ্রেটার নেতা বলেন,” এখনও পঞ্চায়েত ভোট নিয়ে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন কোনও সিদ্ধান্ত নেয়নি। সঠিক সময়েই সিদ্ধান্ত জানানো হবে। “