আলিপুরদুয়ার কালচিনি ব্লকের দাপুটে প্রাক্তন তৃণমূল কংগ্রেস নেতা পাসাং লামা (Pasang Lama)। এক সময় ব্লক সভাপতি ছিলেন তিনি। কাঠ পাচারের অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয় তাকে।
মঙ্গলবার কলকাতা হাই কোর্টে জলপাইগুড়ির সার্কিট বেঞ্চে অভিযুক্ত টিএমসি নেতা সেই মামলায় জামিনের আবেদন করেন। কিন্তু সরকার পক্ষের প্রবল বিরোধিতায় তাঁর জামিন নাকচ হয়েছে।
এই ঘটনায় কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের সহকারী সরকারি কৌঁসুলি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, এই মামলায় মূল অভিযুক্ত পাসাং লামা এদিন তাঁর জামিনের আবেদনে নিজেকে সরকারি রাজনৈতিক দলের কর্মী হিসেবে দাবি করে জামিনের আবেদন করেছিলেন। কিন্তু রাজ্য সরকার পক্ষ এই ব্যাপারে অভিযুক্তর পাশে না দাঁড়িয়ে জামিনের আবেদনের বিরোধিতা করে। যার ফলে তা খারিজ হয়ে যায়।