Siliguri: কোটি কোটি টাকার উড়ন্ত কাঠবিড়ালির চামড়া পাচারকারী প্রাক্তন পুলিশকর্তা ধৃত

Namdapha flying squirrel

হোমরা চোমরা ব্যক্তি হোটেলে বসেই বন্যপ্রাণীর বহুমূল্য চামড়া পাচারের ব্যবসা ফেঁদেছিল। তবে সফল হয়নি। শিলিগুড়িতে (Siliguri) ধৃত সিকিম পুলিশের এক অবসরপ্রাপ্ত কর্তা। ধৃতের নাম ড্যানি ভুটিয়া। ধৃত ব্যক্তি সিকিমের রাজধানী গ্যাংটকের বাসিন্দা।

Advertisements

তদন্তে উঠে এসেছে চাকরি থাকাকালীন বিভিন্ন সূত্র মারফত যে ‘কনট্যাক্ট’ তৈরি করেছিলেন তাই দিয়ে বন্যপ্রাণীর চামড়া বিক্রির বেআইনি ব্যবসা ফেঁদেছিলেন। বন্যপ্রাণীর চামড়া পাচার করার জন্য শিলিগুড়িকেই বেছে নেন সিকিম পুলিশের প্রাক্তন ডিএসপি। মৃগনাভি ও উড়ন্ত কাঠবেড়ালির ছাল পাচার করার আগে ধরা পড়েন ওই প্রাক্তন পুলিশ কর্তা।

Siliguri

Advertisements

হোটেলে বাগডোগরা রেঞ্জের অফিসাররা অভিযান চালান। ধৃতের কাছ থেকে মৃগনাভি ও উড়ন্ত কাঠবেড়ালির ছাল উদ্ধার কারা হয়ে। আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা। গোপন সূত্রের ভিত্তিতে বৃহস্পতিবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কাছে এক হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়

জেরায় ড্যানি ভুটি়য়া জানায় নেপাল থেকে বন্যপ্রাণীর দেহাংশগুলি নিয়ে আসা হয়েছিল। শিলিগুড়ি থেকে সেগুলো দিল্লিতে সেগুলি পাঠানোর কথা ছিল।