Udayan Guha: ভোটের দিন উদয়নকে নিজের বুথেই থাকতে হবে, নির্দেশ নির্বাচন কমিশনের

Dinhata Resident Uttar Kumar Receives NRC Notice from Assam Government
Dinhata Resident Uttar Kumar Receives NRC Notice from Assam Government

ভোটে আগে অস্বস্তি বাড়ল তৃণমূল নেতা উদয়ন গুহর। ভোটের দিন উদয়নকে নিজের বুথেই থাকতে হবে বলে জানিয়ে দিল নির্বাচন কমিশন। এর আগে কমিশনে চিঠি দিয়ে ভোটের দিন তৃণমূলের হেভিওয়েট নেতা উদয়নের গতিবিধি নিয়ন্ত্রণের আর্জি জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহারের বিদায়ী সাংসদ নিশীথ প্রামানিক। নিশীথের সেই আর্জিতেই সাড়া দিল কমিশন। 

লোকসভা নির্বাচনে বাংলার ৪২টি আসনের মধ্যে অন্যতম আলোচিত আসন এই কোচবিহার। এখানে বিজেপি বিদায়ী সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিককে টিকিট দিয়েছে। আর তৃণমূল প্রার্থী করেছে সিতাইয়ের বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়াকে। অন্য দলের প্রার্থীরা থাকলেও এই কেন্দ্রে মূল লড়াই হবে নিশীথ ও জগদীশের মধ্যে। 

   

ইতিমধ্যেই কোচবিহারে বেশ কিছু অশান্তির ঘটনা ঘটেছে। শীতলকুচি তৃণমূলের বিরুদ্ধে অস্ত্র হাতে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে। পাল্টা দিনহাটার ভেটাগুড়িতে বিজেপি কর্মীরা তৃণমূলের ওপর চড়াও হয় বলে অভিযোগ উঠেছে। তৃণমূল কর্মীদের বেধড়ক মারধরও করা হয়। একই সঙ্গে তৃণমূলের একটি গাড়ি ভেঙে দেওয়া হয়। 

২০২১ সালের বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে শীতলকুচিতে ৪ জনের মৃত্যুর ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছিল গোটা রাজ্যে। তারপর থেকে বহুবার হিংসা ছড়িয়েছে কোচবিহারে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা তৃণমূলের দাপুটে নেতা উদয়ন গুহের সঙ্গে নিশীথ প্রামানিকের সম্পর্ক আদায়-কাঁচকলায়। কিছুদিন আগে প্রচারের সময় দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

তারপর থেকেই একে অন্যের বিরুদ্ধে অভিযোগ করছিলেন তাঁরা। এরই মধ্যে বুধবার নিশীথ চিঠি লেখেন নির্বাচন কমিশনকে। চিঠিতে তিনি কমিশনকে জানান, উদয়ন গুন্ডামির পান্ডা, তাঁর ওপর দু’বার হামলা করিয়েছেন। মুখ্য নির্বাচনী আধিকারিক, পর্যবেক্ষক ও রিটার্নিং অফিসারের কাছে নিশীথ প্রামাণিক উদয়ন গুহর গতিবিধি নিয়ন্ত্রণের দাবি জানান।

সূত্রের খবর, নিশীথ তাঁর আবেদন উল্লেখ করেন, উদয়ন গুহর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রয়েছে। এমনকি ৩০২ ধারায় খুনের মামলাও রয়েছে। বুধবার সকালেই বিজেপি বিধায়ক মিহির গোস্বামী নিশীথের চিঠির বিষয়টি সামনে আনেন। যা শুনে উদয়ন বলেন, উপায় নেই। ওরা পাগল হয়ে গিয়েছে। পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে। তাই নির্বাচন কমিশনের কাছে আবদার জানিয়েছে। 

আগামী কাল উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার আসনে লোকসভা নির্বাচন। এর মধ্যে কোচবিহার আসনে শান্তিতে ভোট সম্পন্ন করাই কমিশনের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কোচবিহারে ১১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে কমিশন। একই সঙ্গে নিরাপত্তার দায়িত্বে থাকছে প্রায় সাড়ে ৪ হাজার রাজ্য পুলিশ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন