রাসপূর্ণিমা মেলায় বিশেষ ট্রেন, জেনে নিন সময়সূচি

নবদ্বীপ: রাসপূর্ণিমা মেলা (Nabadwip Ras Mela 2025) উপলক্ষে প্রতিবছরই রাজ্যজুড়ে ভক্ত ও পর্যটকদের ঢল নামে। সেই ভিড় সামলাতে এবং যাত্রীদের সুবিধার্থে পূর্ব রেল কর্তৃপক্ষ বিশেষ…

নবদ্বীপ: রাসপূর্ণিমা মেলা (Nabadwip Ras Mela 2025) উপলক্ষে প্রতিবছরই রাজ্যজুড়ে ভক্ত ও পর্যটকদের ঢল নামে। সেই ভিড় সামলাতে এবং যাত্রীদের সুবিধার্থে পূর্ব রেল কর্তৃপক্ষ বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। রেল সূত্রে খবর, আগামী ৫ এবং ৬ নভেম্বর রাসমেলার সময় হাওড়া ডিভিশনে একজোড়া বিশেষ ট্রেন চলবে।

রেলের তরফে জানানো হয়েছে, আপ স্পেশাল ট্রেনটি ব্যান্ডেল থেকে ছাড়বে দুপুর ২টায়, এবং কাটোয়ায় পৌঁছবে বিকেল ৪টা ১০ মিনিটে। অপরদিকে, ডাউন ট্রেনটি কাটোয়া থেকে ছাড়বে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে এবং ব্যান্ডেলে পৌঁছবে রাত ১০টা ৩০ মিনিটে। প্রতিটি স্টেশনে এই বিশেষ ট্রেন থামবে, যাতে যাত্রীরা সহজে ওঠানামা করতে পারেন।

Advertisements

রেল কর্তৃপক্ষের বক্তব্য, রাসপূর্ণিমার দিন নবদ্বীপ ও কৃষ্ণনগর এলাকায় বিপুল জনসমাগমের সম্ভাবনা রয়েছে। তাই যাত্রীদের কোনও অসুবিধা না হয়, সেই কারণেই এই বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

   

এর আগে দুর্গাপুজো ও কালীপুজোতেও পূর্ব রেল অতিরিক্ত ট্রেন চালিয়েছিল। এবারও একইভাবে রাসমেলা উপলক্ষে যাত্রী পরিষেবা উন্নত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, এই বছর রাস উৎসব অনুষ্ঠিত হবে ৫ নভেম্বর, আর শোভাযাত্রা হবে ৬ নভেম্বর। উৎসবের আগে নবদ্বীপ থানা ও কৃষ্ণনগর পুলিশ জেলার পক্ষ থেকে প্রশাসনিক বৈঠক করা হয়েছে রবীন্দ্র সাংস্কৃতিক মঞ্চে।

সেই বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক, পুরপিতা, পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। শোভাযাত্রার রুট, নিরাপত্তা, জনসমাগম ও প্রতিমা নিরীক্ষণ নিয়ে গৃহীত হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

প্রতিটি অনুমতিপ্রাপ্ত পুজো কমিটিকে দেওয়া হবে একটি করে কিউআর কোড, যাতে প্রশাসন জানতে পারে কোন রুট দিয়ে প্রতিমা যাত্রা করছে। তাছাড়া, প্রতিটি পুজো কমিটিকে অন্তত ৫ জন স্বেচ্ছাসেবক নিযুক্ত করতে বলা হয়েছে, যারা পুলিশ ও প্রশাসনকে সাহায্য করবেন শোভাযাত্রা চলাকালীন নিরাপত্তা বজায় রাখতে।

কৃষ্ণনগর প্রশাসনের এক আধিকারিক জানান, “রাস উৎসবের দিন নবদ্বীপধামে বিপুল জনসমাগম হয়। শোভাযাত্রা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, সে জন্য প্রশাসন ও পুজো কমিটিগুলির মধ্যে সমন্বয় অত্যন্ত জরুরি।”

এদিকে, পূর্ব রেলের এক আধিকারিক বলেন, “যাত্রীদের কথা ভেবেই ব্যান্ডেল-কাটোয়া রুটে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত হয়েছে। সমস্ত স্টেশনে ট্রেন থামবে এবং প্রয়োজনে অতিরিক্ত কামরা যোগ করা হবে।”

Advertisements