HomeWest BengalNorth BengalRaiganj: ভারী বস্তু দিয়ে স্কুল শিক্ষিকা স্ত্রীকে খুনের চেষ্টায় চাঞ্চল্য

Raiganj: ভারী বস্তু দিয়ে স্কুল শিক্ষিকা স্ত্রীকে খুনের চেষ্টায় চাঞ্চল্য

- Advertisement -

স্কুল শিক্ষিকা স্ত্রীকে খুনের চেষ্টা, স্বামীর বিরুদ্ধে অভিযোগ উঠল। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জে (Raiganj)।  ঘটনাটি রায়গঞ্জ শহরের অশোকপল্লি এলাকার। এই ঘটনায় মৎস্য ব্যবসায়ী স্বামী রাকেশ বোসকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ধৃতকে রায়গঞ্জ মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

স্ত্রী পায়েল অধিকারী বসু পেশায় ভাটোল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। তার অভিযোগ, মাঝেমধ্যেই রাকেশ তার কাছ থেকে মোটা অংকের টাকা দাবি করত। সেই টাকা না দিলেই তাকে মারধর করা হত। দীর্ঘদিন ধরে স্বামীর অত্যাচার সহ্য করে আসছেন তিনি, এমনটাই অভিযোগ করেন পায়েল।

   

পায়েল অভিযোগ করেন, রবিবার ননদের বাড়িতে পিকনিকের আসরে তার মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করে স্বামী রাকেশ। এমনকি, তাঁকে শ্বাসরোধ করে খুনের চেষ্টাও করা হয় বলে অভিযোগ করেন তিনি। সেখান থেকে কোনওক্রমে পালিয়ে বাপেরবাড়িতে আশ্রয় নেন পায়েল। এই ঘটনায় রায়গঞ্জ থানায় স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন পায়েল। অভিযোগের ভিত্তিতে রাকেশকে গ্রেফতার করেছে পুলিশ।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular