Dengue in North Bengal: করোনা থিতিয়ে পড়তেই মাথাচাড়া দিল ডেঙ্গু

করোনার দাপটের কারণে গত দু’বছরে ধামা চাপা পড়েছিল ডেঙ্গুর (Dengue) খবর। কিন্তু ফের মাথাচাড়া দিয়ে উঠছে তা। করোনার প্রভাব কিছুটা কমতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। ইতিমধ্যেই…

Dengue is on the rise in North Bengal

করোনার দাপটের কারণে গত দু’বছরে ধামা চাপা পড়েছিল ডেঙ্গুর (Dengue) খবর। কিন্তু ফের মাথাচাড়া দিয়ে উঠছে তা। করোনার প্রভাব কিছুটা কমতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। ইতিমধ্যেই বৃষ্টিপাত শুরু হয়েছে রাজ্যে। যার কারণে বেড়েছে মশার উৎপাত। জলপাইগুড়িতে এবার দেখা গেল ডেঙ্গুর থাবা।

জলপাইগুড়ির বাগরাকোট চা-বাগানে ক্রমশ বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। মাত্র পাঁচ দিনে সেখানে আক্রান্ত হয়েছেন ৪৬ জন। এলাকায় বসানো হয়েছে মেডিকেল ক্যাম্প। খবর পৌঁছেছে কলকাতার স্বাস্থ্য দফতরে ২০১৯-এর পর ২০২২ এও উত্তরবঙ্গে থাবা বসালো ডেঙ্গু।

Advertisements

২০১৯ সালে ঊর্ধ্বমুখী হয়েছিল ডেঙ্গুর সংখ্যা। মাঝে দু বছর ছিল করোনার প্রকোপ। করোনা কিছুটা থিতিয়ে পড়তেই ফের মাথাচাড়া দিয়ে উঠল ডেঙ্গু।
বর্তমানে ওই এলাকায় ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় রাজ্য স্বাস্থ্য দফতর থেকে একটি বিশেষ টিম ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে। এলাকায় বসানো হয়েছে টেস্টিং ক্যাম্প। যেখানে চলছে টেস্ট। যাদের পজেটিভ আসছে তাদের হাসপাতালে ভর্তি করার নির্দেশ দেওয়া হয়েছে।জানা গিয়েছে, আক্রান্তদের মধ্যে বেশ কয়েক জনকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।