Malda: মিজোরাম থেকে মালদায় মৃতদেহ মিছিল আসবে, গ্রামে চাপা কান্না ‘কী হল আমার…’

গ্রামখানি গৃহময় কিন্তু কথাহীন! চেপে রাখা কান্নার শব্দ শোনা যাচ্ছে। এ গ্রাম বিলাপের গ্রাম। সারি সারি কফিনবন্দি মৃতদেহের মিছিল ঢুকবে। গ্রামের মধ্যে এত মৃত্যু একসাথে কখনও দেখেনি এলাকাবাসী। চেপে রাখা কান্নার গোঙানিতে শোনা যায় ‘এইটা কী হলো আমার’। নির্বাক মালদা (Malda) জেলা প্রশাসনের কর্তারা। পুলিশ কর্মীরা অস্বস্তি এড়াতে দূরে দূরে আছেন। ডিউটি বড় কঠিন ! জেলার পুখুরিয়া থানার কাকলামারির চৌদুয়ার গ্রাম শোকাচ্ছন্ন। মিজোরাম থেকে আসবে পরিযায়ী শ্রমিকদের সার সার দেহ। সুদূর উত্তরপূর্বাঞ্চল থেকে উত্তরবঙ্গে এসেছে মৃত্যু সংবাদ।

Advertisements

maldah

   

মিজোরামে নির্মীয়মান রেল সেতু ভেঙে পড়ে বুধবার। ভয়াবহ এই দুর্ঘটনার পর নিহত শ্রমিকদের যে তথ্য আসছে তাতে মৃত্যুপুরী মালদা। এই জেলারই কমপক্ষে ২৩ জন শ্রমিক মৃত। মিজোরাম সরকার জানিয়েছে, ভেঙে পড়া সেতুর আঘাতে আরও অনেকে গুরুতর জখম। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে এমনই আশঙ্কা। মালদার পুখুরিয়ার চৌদুয়া গ্রামেই সর্বাধিক মৃত্যু। জেলা প্রশাসন সূত্রে খবর, মিজোরামে নিহত ২৩ শ্রমিকদের মধ্যে ১৬ জনই পুখুরিয়া থানা এলাকার বাসিন্দা। ইংলিশবাজারের ৫ জন কালিয়াচকের ১ জন, গাজলের ১ জন মৃত। পুখুরিয়ার চৌদুয়া গ্রামেই একই পরিবারের ছয় জন মৃত।

Malda: মিজোরাম থেকে মালদায় মৃতদেহ মিছিল আসবে, গ্রামে চাপা কান্না 'কী হল আমার...'

মিজোরামের রাজধানী আইজল থেকে প্রায় ২১ কিলোমিটার দূরে সাইরাং এলাকায় নির্মাণাধীন রেলওয়ে সেতু ভেঙে পড়ে। পাহাড়ি এলাকার মধ্যে দিয়ে ১০৪ মিটার উঁচু এই রেল সেতু বানানোর বিষয়টি বারবার সাফল্যের দাবি করেছিল বিজেপি নেতৃত্ব ও এনডিএ সরকার। উচ্ছসিত ছিলেন প্রধানমন্ত্রী মোদী। বলা হয়েছিল, সেতুটি দিয়ে রেল যোগাযোগে দুর্গম উত্তর পূর্বাঞ্চলকে নতুন দিশা দেখানো হল। সম্পূর্ণ তৈরি হওয়ার আগে সেই সেতু ভেঙে পড়ে। এর জেরে প্রবল বিতর্কে মোদী সরকার। বিতর্কে উত্তর পূর্ব রেল দফতর।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements