
Recruitment Corruption Scandal: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ঐতিহাসিক রায়ে চাকরি হারিয়েছে ৩৬ হাজার প্রাথমিক শিক্ষক। জানা গিয়েছে, এই চাকরিহারাদের তালিকায় রয়েছে মন্ত্রীর মেয়ের নাম। এতে শোরগোল পড়ে গিয়েছে জলপাইগুড়ির মালবাজারে। যদিও এ বিষয়ে মন্ত্রী কোনও মন্তব্য করতে চাননি।
৩৬ হাজার চাকরিহারাদের তালিকায় রাজ্যের অনগ্রসর কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তথা মালবাজারের বিধায়ক বুলু চিকবরাইকের কন্যার নাম রয়েছে। তাঁর মেয়ে সুষুমা চিকবরাইক ওই তালিকার অন্তর্ভুক্ত। মন্ত্রী বুলু চিকবরাইক বলেন, ‘বিষয়টি আদালতে বিচারাধীন। এ প্রসঙ্গে তেমন কোনও মন্তব্য আমি করব না।
জানা গিয়েছে মালবাজার ব্লকের রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েতের অধীন রাঙ্গামাটি চা বাগান প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষিকা পদে কর্মরত ছিলেন মন্ত্রীকন্যা।
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে
Google News-এ Kolkata24x7 ফলো করুন









