Darjeeling: ছিমছাম হ্রদ-শহর মিরিক হবে গ্রিন সিটি

Tourists Cheer as Road Link Between Siliguri and Mirik Restored via Dudhia
Tourists Cheer as Road Link Between Siliguri and Mirik Restored via Dudhia

দার্জিলিং (Darjeeling) জেলার ছিমছাম হ্রদ-শহর (Mirik) মিরিক। পর্যটকদের বিশেষ আকর্ষণের কেন্দ্র এই শহরটি। মিরিক শীঘ্রই একটি সবুজ শহরে (Green City) পরিণত হবে।

মিরিক পুরসভার চেয়ারম্যান এল বি রাই শুক্রবার জানান, প্রস্তুতি চলছে। তিনি বলেন, মিরিক পুরসভা মিরিককে সবুজ শহর হিসেবে গড়ে তোলার কাজ শুরু করেছে।

   

তিনি বলেন গ্রিন সিটি গড়ে তোলার জন্য মিরিক পুরসভা প্রতিটি ওয়ার্ডের চার থেকে পাঁচজন কর্মচারী ও স্বনির্ভর দলের সদস্যদের সম্পৃক্ত করে পরিচ্ছন্নতার কাজ করছে। মিরিক পুরসভাও প্রতিদিন মিরিককে পরিচ্ছন্ন রাখতে কাজ করছে।

তিনি জানান, জিটিএ অধীনে থাকা মিরিক থানা, মিরিক মহকুমা শাসকের সঙ্গে মিরিককে সবুজ শহর করার জন্য একটি বৈঠক করেছেন।বিচারকরা মিরিক আসবেন এবং আনুষ্ঠানিকভাবে মিরিককে সবুজ শহর ঘোষণা করবেন। এ ব্যাপারে শুধু পুরসভার উদ্যোগই নয় , প্রতিটি মিরিকবাসীর সহযোগিতা ও অংশগ্রহণ প্রয়োজন।

তিনি আরো জানান এতে উত্তরবঙ্গে বিশেষ করে পাহাড়ে পর্যটন শিল্পের উন্নয়ন হবে। মানুষের পাহাড়ের প্রতি এতে আকর্ষন এতে অনেকটাই বেড়ে যাবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন