Darjeeling: গরম গুরুং হঠাৎ নরম, মমতাকে বার্তা আমি রাজ্য ভাগ চাই না

পৃথক গোর্খাল্যান্ড দাবি থেকে সরলেন বিমল গুরুং! পাহাড়ি রাজনীতিতে শোরগোল পড়েছে। দার্জিলিং (Darjeeling) থেকে গোর্খা জনমুক্তি মোর্চা (গোজমুমো) প্রধান বলেছেন বিজেপির মত রাজ্য ভাগের চিন্তা…

Bimal Gurung

পৃথক গোর্খাল্যান্ড দাবি থেকে সরলেন বিমল গুরুং! পাহাড়ি রাজনীতিতে শোরগোল পড়েছে। দার্জিলিং (Darjeeling) থেকে গোর্খা জনমুক্তি মোর্চা (গোজমুমো) প্রধান বলেছেন বিজেপির মত রাজ্য ভাগের চিন্তা আমার মাথায় নেই।আমি চেয়েছি যাতে পাহাড়ের মানুষ আগামী দিনে শান্তিতে বসবাস করতে পারে।

পড়ুন: আগুন নিয়ে খেলবেন না মমতা দিদি… KLO জঙ্গি প্রধানের ফের হুঁশিয়ারি

   

বৃহস্পতিবার কলকাতায় তৃণমূল কংগ্রেসের ২১ জুলাই সমাবেশের আগেই দার্জিলিং থেকে বার্তা দিলেন গুরুং। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকতে চেয়েছেন। মনে করা হচ্ছে, পাহাড়ি রাজনীতিতে জমি হারা গুরুং নতুন করে রাজনৈতিক ক্ষমতা পেতে মরিয়া। দার্জিলিং পুরভোটে তিনি ক্ষমতা হারিয়েছেন। সদ্য জিটিএ ভোটে অংশ নেননি।ভোট বয়কটে তাঁর নির্দেশ উপেক্ষা করেছেন দার্জিলিং ও কালিম্পং জেলার পাহাড়ি এলাকাবাসী।

বারবার গোর্খাল্যান্ড আবেগ উস্কে গরম রক্তাক্ত রাজনীতি করা গুরুং এখন বেশ নরম। তিনি বলেছেন, আমি যেতে পারলাম না একুশে জুলাই,আমার খারাপ লাগছে।

Advertisements

গুরুং বলেন, আমি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নই,আমি পাহাড়ের মানুষের মঙ্গলের জন্য আন্দোলন করেছি অনশনও করেছি। মুখ্যমন্ত্রী আমাকে ভুল বুঝে আমাকে দুরে সরিয়ে দিয়েছেন। আমার মুল লক্ষ ছিল পাহাড়ের মানুষের নিরাপত্তা দেওয়া,যেটা আমি আজীবন করে যাব। তবে কয়েকবছর আগে একুশে জুলাইতে আমি উপস্থিত ছিলাম। তাই আমি বুঝতে পারি সমর্থকদের আবেগ। তাদের মনের মধ্যে একুশে জুলাইকে নিয়ে একটা আলাদা অনুভূতি থাকে,যাকে আমি সন্মান করি। আমি একদিকে যেমন মুখ্যমন্ত্রীকে প্রচণ্ড সন্মান করি তেমনি পাহাড়ের মানুষের ভালোর জন্যও চিন্তা করি।

গুরুং বলেছেন, আমি মুখ্যমন্ত্রীকে অসন্মান করিনি, আমি বিজেপি এবং তার নীতিকে কোনওমতেই সমর্থন করি না। বিজেপির মত রাজ্য ভাগের চিন্তা আমার মাথায় নেই। আমি চেয়েছি যাতে পাহাড়ের মানুষ আগামীদিনে শান্তিতে বসবাস করতে পারে। মুখ্যমন্ত্রী আমাকে ভুল বুঝেছেন,আশাকরি তিনি আমাকে কাছে ডেকে নেবেন।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News