
রাজ্যে পঞ্চায়েত ভোট (Panchayat Election) হবে কেন্দ্রীয় বাহিনী দিয়েই। হাইকোর্টের এই নির্দেশ বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। পঞ্চায়েত ভোটের নিরাপত্তায় বিরোধীরা বারবার কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে সরব হয়েছেন। সেই আবেদনে সিলমোহর পড়ছে সুপ্রিম কোর্টে। তবে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা ভরসা করছেন না সিপিআইএম যুবনেত্রী (Minakshi Mukherjee) মীনাক্ষী মুখার্জি। তিনি বলেছেন, কোমরের জোরেই পঞ্চায়েত ভোটে নামছে বামফ্রন্ট।
মালদার চাঁচলে বিরাট জনসভা থেকে মীনাক্ষী মুখার্জি বলেন, পুলিশ বা কেন্দ্রীয় বাহিনী নয় নিজের বুকের পাটার উপরে ভরসা করে নমিনেশন করেছে সিপিআইএম। নির্বাচনে একজন বামপন্থী প্রার্থীর বাড়ি ভাঙলে তার ক্ষতিপূরণ দিতে হবে স্থানীয় ওসিকে।
সোমবার চাঁচলে মীনাক্ষী একথা বলেছেন। আর মঙ্গলবার সুপ্রিম কোর্ট পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ বহাল রেখেছে। সিপিআইএম সূত্রে জানা যাচ্ছে, হাইকোর্টের নির্দেশ সুপ্রিম কোর্টে বহাল থাকবে তা বোঝাই গেছিল। তবে বুথ ভিত্তিক সাংগঠনিক শক্তিতেই পঞ্চায়েত ভোটে লড়াই হবে।
পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের কটাক্ষ করে আগেই তৃণমূল বিধায়ক মদন মিত্র বলেছেন, একে ৪৭ নিয়ে বাহিনী থাকবে বাইরে। বুথে ভোট করাবে আমাদের ছেলেরা। তিনি আরও বলেছেন,৯৮ শতাংশ পঞ্চায়েত দখল করবে তৃ়ণমূল।










